ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প

- আপডেট: ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে রোববার (২ জুন) দুপুরে মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানায়, দুপুর ২টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানায়, দুপুর ২টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
বিএমডি’র সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ঢাকা, রাঙামাটি, কুমিল্লা, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন: ‘পুঁজিবাজার সম্প্রসারণের কৌশল বাজেট কাঠামোর মধ্যে নিতে হবে’
ভূমিকম্পের উৎসস্থল ছিল মিয়ানমারের মাওলাইক এলাকায়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের বিএমডি সিসমিক সেন্টার থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে।
ঢাকা/এসআর