ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

- আপডেট: ০৯:৩৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৫২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ শিকদার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ের অষ্টম তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
অষ্টম তলায় মেয়র আতিকুল ইসলামের দপ্তর রয়েছে বলে জানা গেছে। এই ভবনের কাচ ভেঙে ধোঁয়া বের করা হচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে না দিলেও ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জানান, আজ সকাল ৭টা ১০ মিনিট থেকে ১৫ মিনিটের মধ্যে ডিএনসিসির অষ্টম তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুম থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। তবে অষ্টম তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোঁয়া বাইরে বের করার কাজ চলছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, ফায়ার সার্ভিসের একটি টিম উপরে রয়েছে, তারা আগুনের সঠিক উৎস খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন: বোয়ালখালীতে চুলার আগুনে পুড়লো ৪ বসতঘর
ঢাকা/টিএ