ঈদের ছুটি
ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

- আপডেট: ০৫:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ১০৩৫৫ বার দেখা হয়েছে
ঈদুল ফিতরের ছুটিতে সাত দিনে প্রায় ১ কোটি ৭ লাখ সিমধারী রাজধানী ঢাকা ছেড়েছেন। আর ছুটি শেষে বৃহস্পতিবার (৩ এপ্রিল) পর্যন্ত ঢাকায় প্রবেশ করেছেন প্রায় ৪৪ লাখ সিমধারী। আজ শনিবার (৫ এপ্রিল) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ‘ঢাকায় প্রবেশ’ ও ‘ঢাকা ত্যাগ’ করা মোবাইল ফোন গ্রাহকদের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ সময় ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন, আর ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭২ লাখ ৯ হাজার ১৫৫ জন।
আরও পড়ুন: যানবাহনে তল্লাশি, ৭ চালককে জরিমানা
সিমধারী বলতে একক মানুষকে বোঝানো হয়েছে। তাদের সঙ্গে প্রবীণ নারী-পুরুষ ও শিশুরা থাকতে পারে; যাদের অনেকে মোবাইল ফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন।
ঢাকা/টিএ