তথ্য ফাঁসের শঙ্কায় দুই ব্যাংকের এনআইডি লিংক বন্ধ

- আপডেট: ০৪:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ১০৩১৯ বার দেখা হয়েছে
নাগরিকের তথ্য ফাঁসের শঙ্কায় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ব্রাক ব্যাংকের এনআইডি যাচাইয়ের লিংক সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (০৭ মে) এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, নাগরিকের তথ্য ফাঁসের শঙ্কায় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাইয়ের লিংক সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এ সময় তিনি বলেন, অভিযুক্ত ২টি প্রতিষ্ঠান এনআইডি যাচাইয়ের জন্য যে লিংক ব্যবহার করে, সেখানে একটি ব্যাকডোরের পেয়েছে ইসি। যা দিয়ে নাগরিকের তথ্য ফাঁস হতো। সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: নতুন বছরের উন্নয়ন বাজেট ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
এর আগে স্বাস্থ্য অধিদফতরসহ ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ায় সেবা কার্যক্রম বন্ধ করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এছাড়াও, ১২ কোটিরও বেশি ভোটারের তথ্য ফাঁসের ঘটনায় আইসিটি মন্ত্রণালয়ের সাথে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।
ঢাকা/টিএ