তদন্তে সহযোগিতা না করায় ইসি সিকিউরিটিজকে জরিমানা

- আপডেট: ০১:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১০৩৩১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্চেন্ট ব্যাংক ইসি সিকিউরিটিজ ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মো. খুরশিদ আলমকে ২০ লাখ টাকা জরিমানা করেছে। বিএসইসির নির্দেশ অনুযায়ি তদন্তে পরিদর্শন দলকে তথ্য ও ডকুমেন্টস না দিয়ে অসহযোগিতার জন্যে এ জরিমানা করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিএসইসির নির্দেশ অনুযায়ি পরিদর্শন দল গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে কিছু তথ্য দাখিলের জন্য ১২ অক্টোবর ইসি সিকিউরিটিজকে চিঠি দেয়। তবে খুরশিদ আলম মৌখিকভাবে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর জন্য অনুরোধ করে। এরপরে পরিদর্শন দল খুরশিদ আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি আবারও সময় বাড়িয়ে ২৮ ডিসেম্বর পর্যন্ত করার অনুরোধ করেন। তারপরেও তিনি তথ্য দিয়ে সহযোগিতা করেননি।
পরিদর্শন দলটি অসন্তুষ্টি প্রকাশ ও মার্চেন্ট ব্যাংকটির অসহযোগিতার বিষয়টি জানিয়ে ৩০ ডিসেম্বর আরেকটি চিঠি দেয়। একইসঙ্গে মার্চেন্ট ব্যাংকটিকে মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা ১৯৯৬ এর বিধি ৩২(৪) পরিপালন করতে বলা হয়। যে বিধিতে মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার পরিদর্শকের চাহিদা মোতাবেক হিসাব বহি, রেকর্ড, দলিল পত্র এবং অন্যান্য তথ্যাদি সরবরাহ করতে এবং পরিদর্শন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সহযোগিতা করতে বাধ্য থাকার কথা বলা হয়েছে। এছাড়া একই আইনের ৩৮(১) বিধিতে মার্চেন্ট ব্যাংকের সিইও বা ব্যবস্থাপনা পরিচালকের সকল আইনকানুন পরিপালনের কথা বলা আছে। এসত্ত্বেও প্রতিষ্ঠানটি থেকে কোন সাঁড়া দেয়নি।
শুনানিতে চলতি বছরের ৭ এপ্রিল লিখিত বক্তব্যে তথ্য দিতে ব্যর্থ হওয়ায় ইসি সিকিউরিটিজ ও সিইও দুঃখ প্রকাশ করে। এছাড়া অনিচ্ছাকৃতভাবে আইন ভঙ্গের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর ভবিষ্যতে সব নিয়মকানুন মেনে চলবেন বলে জানায়।
ইসি সিকিউরিটিজ ও সিইওর এমন ব্যাখ্যা কমিশনের কাছে বিবেচনাযোগ্য হয়নি। এই পরিস্থিতিতে শেয়ারবাজারের উন্নয়ন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে ইসি সিকিউরিটিজ ও খুরশিদ আলমকে জরিমানা করা প্রয়োজন এবং সমীচীন বলে কমিশন মনে করে। যে কারনে কমিশন ইসি সিকিউরিটিজ ও খুরশিদ আলমকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। এই শাস্তির বিষয়ে সম্প্রতি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে কমিশন।
ঢাকা/টিএ