তারুণ্যের উৎসব উপলক্ষে বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি

- আপডেট: ০৫:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ১০৩০০ বার দেখা হয়েছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে আজ বুধবার (৬ আগস্ট) ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে জানান হয়, সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন নিয়ন্ত্রণ সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। উদ্বোধনী বক্তব্য শেষে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন: পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন
অনুষ্ঠানে কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালক ও সকল কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব’ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ ও প্রজন্মবান্ধব পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএসইসি।
ঢাকা/এসএইচ