১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ১০৩৩৪ বার দেখা হয়েছে

ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে তারা প্রোপার চ্যানেলে আসছে না-এ কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অমানবিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি নাগরিক যারা তাদের (ভারত) দেশে আছে, তাদেরকে আমরা অবশ্যই নেব এজন্য তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে। কিন্তু তারা সেটি ফলো না করে জঙ্গলে, রাস্তায় ঠেলে দিচ্ছে, যা অমানবিক।

তিনি আরও বলেন, পুশইন বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানানো হয়েছে। আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও কথা বলেছেন তার সাথে।

এসময় ভারতসহ বাইরের দেশ থেকে আগতদের মাধ্যমে কোভিড মহামারি ঠেকাতে বিমান বন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন এ উপদেষ্টা।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাঁধা নেই, তিনি বাংলাদেশের মানুষ যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন। দেশে ফেরার যখন সময় মনে করবেন তখন দেশে ফিরবেন তিনি।

আরও পড়ুন: ‘পাচারকৃত সম্পদ ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে’

সাংবাদিকদের উদ্দেশ্যে খণ্ডিত নয় পূর্ণাঙ্গ তথ্য দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, খণ্ডিত রিপোর্ট আমাদের পাশের দেশ তাদের স্বার্থে ব্যবহার করে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ১২:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে তারা প্রোপার চ্যানেলে আসছে না-এ কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অমানবিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি নাগরিক যারা তাদের (ভারত) দেশে আছে, তাদেরকে আমরা অবশ্যই নেব এজন্য তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে। কিন্তু তারা সেটি ফলো না করে জঙ্গলে, রাস্তায় ঠেলে দিচ্ছে, যা অমানবিক।

তিনি আরও বলেন, পুশইন বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানানো হয়েছে। আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও কথা বলেছেন তার সাথে।

এসময় ভারতসহ বাইরের দেশ থেকে আগতদের মাধ্যমে কোভিড মহামারি ঠেকাতে বিমান বন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন এ উপদেষ্টা।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাঁধা নেই, তিনি বাংলাদেশের মানুষ যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন। দেশে ফেরার যখন সময় মনে করবেন তখন দেশে ফিরবেন তিনি।

আরও পড়ুন: ‘পাচারকৃত সম্পদ ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে’

সাংবাদিকদের উদ্দেশ্যে খণ্ডিত নয় পূর্ণাঙ্গ তথ্য দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, খণ্ডিত রিপোর্ট আমাদের পাশের দেশ তাদের স্বার্থে ব্যবহার করে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।

ঢাকা/এসএইচ