০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কী না, যাচাইয়ে কমিটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ১০৩৭১ বার দেখা হয়েছে

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কী না, তা যাচাইয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করবেন।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আন্দোলনকারীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেখানে বলা হয়, সাত কর্ম দিবসের মধ্যে কমিটির গঠন করে যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেয়া হবে- তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা যায় কী না।

ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ তথ্য জানান। এসময় তারা তাদের চলমান আন্দোলন স্থগিতের সিদ্ধান্তও জানান।

আরও পড়ুন: গণহত্যার বিচারের পূর্বে আ.লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না

তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার জন্য আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন তারা। পাশাপাশি প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম বর্জন করে ক্লোজডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়। সে ডাকে সাড়া দিয়ে ১৪ জন শিক্ষার্থী দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে যান। এরপরই এমন সিদ্ধান্ত আসে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কী না, যাচাইয়ে কমিটি

আপডেট: ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কী না, তা যাচাইয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করবেন।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আন্দোলনকারীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেখানে বলা হয়, সাত কর্ম দিবসের মধ্যে কমিটির গঠন করে যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেয়া হবে- তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা যায় কী না।

ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ তথ্য জানান। এসময় তারা তাদের চলমান আন্দোলন স্থগিতের সিদ্ধান্তও জানান।

আরও পড়ুন: গণহত্যার বিচারের পূর্বে আ.লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না

তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার জন্য আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন তারা। পাশাপাশি প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম বর্জন করে ক্লোজডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়। সে ডাকে সাড়া দিয়ে ১৪ জন শিক্ষার্থী দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে যান। এরপরই এমন সিদ্ধান্ত আসে।

ঢাকা/এসএইচ