তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

- আপডেট: ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ১০৪৭০ বার দেখা হয়েছে
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তথা মুনাফা বা ইপিএস প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো-জাহিন স্পিনিং মিল, বসুন্ধরা পেপার মিল ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জাহিন স্পিনিং মিল
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১১ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই–ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ৯৬ পয়সা।
বসুন্ধরা পেপার মিল
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫২ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই–ডিসেম্বর’ ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭১ টাকা ২৬ পয়সা। আগের বছর যা ছিল ৭৭ টাকা ০৬ পয়সা।
আরও পড়ুন: ডিএসইতে লেনদেনের সঙ্গে বেড়েছে বাজার মূলধন
মেঘনা পেট্রোলিয়াম
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ০৬ পয়সা। অর্থছরের প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৭ টাকা ৪৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৪ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৩৪ টাকা ১২ পয়সা।
ঢাকা/টিএ