০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

তীব্র গরমে ভারতে ৪৮ ঘণ্টায় ৩৪ মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ১০৩৭১ বার দেখা হয়েছে

তীব্র তাপদাহে ত্রাহি ভারতের উত্তর প্রদেশের জনজীবন। গত দুই দিনে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার (১৭ জুন) জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রচণ্ড রোদে দিনের বেলায় জরুরি প্রয়োজন ব্যতীত ৬০ বছর বয়সীদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যারা মারা গেছেন তাদের বয়স ৬০ বছরের বেশি। পূর্বে তাদের শারীরিক জটিলতা ছিল। ফলে তাপদাহের কারণে এই বয়সীদের স্বাস্থ্য আরও অবনতি হতে পারে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, রাজ্যের রাজধানী লখনৌ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বালিয়া জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

বালিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জয়ন্ত কুমার শনিবার ফরাসি বার্তা সংস্থা এপিকে বলেছেন, ‘বৃহস্পতিবার ২৩ জনের মৃত্যুর খবর পাই আমরা। আর শুক্রবার ১১ জনের। তারা আগে শারিরীক জটিলতায় ভুগছিলেন। এই গরমে অবস্থা আরও অবনিত হয়।’

আরও পড়ুন: পুঁজিবাজারে মূলধন কমেছে সাত হাজার কোটি টাকা

তিনি আরও জানান, বেশির ভাগই হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ডায়রিয়াজনিত কারণে মৃত্যু হয়েছে।গরম বাড়তে থাকায় হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে বলে জানান চিকিৎসকরা।

ভারতের আবহাওয়া বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। সূত্র: বিবিসি

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তীব্র গরমে ভারতে ৪৮ ঘণ্টায় ৩৪ মৃত্যু

আপডেট: ০৫:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

তীব্র তাপদাহে ত্রাহি ভারতের উত্তর প্রদেশের জনজীবন। গত দুই দিনে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার (১৭ জুন) জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রচণ্ড রোদে দিনের বেলায় জরুরি প্রয়োজন ব্যতীত ৬০ বছর বয়সীদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যারা মারা গেছেন তাদের বয়স ৬০ বছরের বেশি। পূর্বে তাদের শারীরিক জটিলতা ছিল। ফলে তাপদাহের কারণে এই বয়সীদের স্বাস্থ্য আরও অবনতি হতে পারে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, রাজ্যের রাজধানী লখনৌ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বালিয়া জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

বালিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জয়ন্ত কুমার শনিবার ফরাসি বার্তা সংস্থা এপিকে বলেছেন, ‘বৃহস্পতিবার ২৩ জনের মৃত্যুর খবর পাই আমরা। আর শুক্রবার ১১ জনের। তারা আগে শারিরীক জটিলতায় ভুগছিলেন। এই গরমে অবস্থা আরও অবনিত হয়।’

আরও পড়ুন: পুঁজিবাজারে মূলধন কমেছে সাত হাজার কোটি টাকা

তিনি আরও জানান, বেশির ভাগই হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ডায়রিয়াজনিত কারণে মৃত্যু হয়েছে।গরম বাড়তে থাকায় হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে বলে জানান চিকিৎসকরা।

ভারতের আবহাওয়া বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। সূত্র: বিবিসি

ঢাকা/এসএম