তুততুলকে ঘরে তুললেন ‘হাবু ভাই’

- আপডেট: ০৩:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১০৩৮৭ বার দেখা হয়েছে
বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু’খ্যাত অভিনেতা চাষী আলম। কনের নাম মোহনা।
শনিবার (২৬ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান শেষে কনেকে ঘরে তুলেছেন চাষী আলম।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এই আয়োজনে উপস্থিত ছিল চাষী আলমের কাছের লোকজন। দেখা গেছে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের অভিনয়শিল্পীদেরও।
চাষী আলম জানান, শুক্রবার গায়েহলুদের পরপরই কাবিন হয়ে গেছে। অনুষ্ঠানে সেভাবে মিডিয়ার মানুষজনকে দাওয়াত দেওয়া হয়নি। পরিবার ও আত্মীয়স্বজন মিলে ছোট পরিসরে করছি।
পারিবারিকভাবে বিয়ে হলেও মেয়ের সঙ্গে চাষীর পরিচয় প্রায় ছয় মাস আগে, উত্তরায়। হঠাৎ করেই এই পরিচয়। মেয়েটি তার অভিনয়ের ভক্ত ছিলেন। পরিচয়ের কিছুদিন পর থেকে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। মাঝেমধ্যে দেখাসাক্ষাৎও চলে। একটা পর্যায়ে চাষীর পরিবারের অন্যান্য সদস্য মেয়েটিকে দেখেন। তাদের পছন্দ হলে বিয়ের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: ওমরাহ করতে যাচ্ছেন রাখি
চাষী আলমের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। তার মধ্যে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।
ঢাকা/এসএম