তুরাগ রেল সেতুতে লাইনচ্যুত বগি ৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

- আপডেট: ০৮:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ১০৫২৮ বার দেখা হয়েছে
গাজীপুরের টঙ্গীর তুরাগ রেল সেতুতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকায় প্রবেশের ডাউন লাইনে ট্রেন চলাচল করছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেল সড়কের ওই সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
টঙ্গী রেলওয়ে জংশনের মাস্টার রাকিবুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর ওপর টঙ্গী রেল সেতু পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি আপ লাইনের ওপর থামিয়ে দেয়া হলে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৩টার দিকে ওই ট্রেনের শান্টিং খুলে সামনে থাকা আট বগিসহ ট্রেনের ইঞ্জিন টঙ্গী স্টেশনে নিয়ে আসা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকেও ওই বগি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে ঢাকে থেকে আপ লাইনে কোনও ট্রেন চলাচল করছে না। ওই পথে চলাচলকারী ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে। দুর্ঘটনাস্থলটি যেহেতু সেতুর ওপর তাই বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব ওয়াহিদা আক্তার
টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী সাঁজোয়া যান, ট্যাঙ্কার, রকেট লঞ্চার, নৌকা, জাহাজসহ প্রদর্শনীর জন্য আনা কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো ট্রেনযোগে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার পথেই টঙ্গীর তুরাগ নদীর রেল সেতুতে বগি লাইনচ্যুত হয়। রেলওয়ের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।
ঢাকা/এসএ