১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

তৈরি পোশাকের নতুন বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪০৭ বার দেখা হয়েছে

দেশে তৈরি পোশাক খাতে যারা কাজ করেন, তাদের নতুন নতুন বাজার খুঁজে বের করা, পাশাপাশি নতুন নতুন পণ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ‘জাতীয় বস্ত্র দিবস-২০২২’ উদযাপন এবং ছয়টি টেক্সাটাইল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেছেন, ‘বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হয়ে থাকে। সেই ধরনের নতুন বাজার আমরা খুঁজে বের করতে পারি। ইতোমধ্যে কিছু পাওয়া গেছে।’

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের বস্ত্র উৎপাদন ও বিদেশে পাঠানো নিয়ে ঐতিহ্য রয়েছে। মেয়েদের কর্মসংস্থানে নতুন দ্বার উন্মোচন করে এই পোশাক শিল্প। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে নারী এসে যখন কাজ করে, এই কাজের ফলে গ্রামীণ অর্থনীতিতেও তারা বিশেষ অবদান রাখছে। একেকটি পরিবারও আর্থিক স্বচ্ছলতা ফিরে পাচ্ছে।’

আরও পড়ুন: ছয় টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তৈরি পোশাকের নতুন বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

আপডেট: ১২:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

দেশে তৈরি পোশাক খাতে যারা কাজ করেন, তাদের নতুন নতুন বাজার খুঁজে বের করা, পাশাপাশি নতুন নতুন পণ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ‘জাতীয় বস্ত্র দিবস-২০২২’ উদযাপন এবং ছয়টি টেক্সাটাইল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেছেন, ‘বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হয়ে থাকে। সেই ধরনের নতুন বাজার আমরা খুঁজে বের করতে পারি। ইতোমধ্যে কিছু পাওয়া গেছে।’

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের বস্ত্র উৎপাদন ও বিদেশে পাঠানো নিয়ে ঐতিহ্য রয়েছে। মেয়েদের কর্মসংস্থানে নতুন দ্বার উন্মোচন করে এই পোশাক শিল্প। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে নারী এসে যখন কাজ করে, এই কাজের ফলে গ্রামীণ অর্থনীতিতেও তারা বিশেষ অবদান রাখছে। একেকটি পরিবারও আর্থিক স্বচ্ছলতা ফিরে পাচ্ছে।’

আরও পড়ুন: ছয় টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ।

ঢাকা/টিএ