০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

দাখিলের প্রথম পরীক্ষা দিয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / ৪১০৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেকজন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া আমুয়াবাইদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান (১৫) এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান (১৫)। তারা উপজেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিলো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। আজাদিয়া দাখিল মাদরাসার সামনে পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। শাকিল ও নাঈমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে শাকিল মারা যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নাঈম।

জানা গেছে, গত বৃহস্পতিবার দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয় শাকিল ও নাঈম। আজ শনিবার দুই জনের গণিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তাদের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ‘দুই ছাত্র নিহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের লাশ এখনও পাইনি। এ ঘটনায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

দাখিলের প্রথম পরীক্ষা দিয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর

আপডেট: ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেকজন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া আমুয়াবাইদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান (১৫) এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান (১৫)। তারা উপজেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিলো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। আজাদিয়া দাখিল মাদরাসার সামনে পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। শাকিল ও নাঈমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে শাকিল মারা যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নাঈম।

জানা গেছে, গত বৃহস্পতিবার দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয় শাকিল ও নাঈম। আজ শনিবার দুই জনের গণিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তাদের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ‘দুই ছাত্র নিহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের লাশ এখনও পাইনি। এ ঘটনায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ঢাকা/টিএ