০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

দিনের শুরুতেই হোঁচট বাংলাদেশের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ১০৩২১ বার দেখা হয়েছে

চতুর্থ দিনের শুরুতেই কিছুটা হোঁচট খেল বাংলাদেশ। লিড যুতসই হওয়ার আগেই সাজঘরে দুই বাংলাদেশি ব্যাটার। আগের দিনের সঙ্গে ৩৩ রান যোগ করতেই বাংলাদেশ হারায় দিনের প্রথম উইকেট। এরপর আর ১১ রান যোগ করতেই স্কোরবোর্ডে নেই আরও এক উইকেট। আসা-যাওয়ার মিছিলে আছেন শাহাদাত দিপুর নামটাও। লিড বাড়ানোর প্রত্যাশা নিয়ে ৪র্থ দিন শুরু করলেও সকালটা খুব একটা ভাল যাচ্ছেনা বাংলাদেশের জন্য।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

১৭ ওভারের পর থেকে পরের ৫ ওভারে বাংলাদেশ ১৫ রান তুলতেই খুইয়েছে ২ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগাররা হারিয়েছে ৫ উইকেট। স্কোরবোর্ডে জমা হয়েছে মোটে ৯৬ রান। লিড আছে ৮৮ রানের।

দিনের শুরুতে মুমিনুল দুটো চার মেরে ভাল কিছুর আভাস দিলেও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি তিনি। ১০ রান করেই এজাজ প্যাটেলের বলে লেগবিফরের শিকার হয়ে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। মুশফিকুর রহিম এসে টিকতে পেরেছেন ১২ বল। ৯ রান করেই শেষ হয়েছে তার ইনিংস। মিচেল স্যান্টনারের দিনের প্রথম শিকার এই অভিজ্ঞ ব্যাটার। স্লিপে ক্যাচটা নিয়েছেন ড্যারেল মিচেল।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের উদ্দেশে রাতেই দেশ ছাড়ছে বাংলাদেশ

শাহাদাত দিপু এসেও সুবিধা করতে পারেননি। ১১ বলে ৪ রান করে স্ট্যান্টনারের বলে আউট হয়েছেন। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি। আর আসা যাওয়ার এই মিছিলে এখন পর্যন্ত টিকে আছেন কেবল জাকির হাসান।

ঢাকা/কেএ

শেয়ার করুন

x

দিনের শুরুতেই হোঁচট বাংলাদেশের

আপডেট: ১০:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

চতুর্থ দিনের শুরুতেই কিছুটা হোঁচট খেল বাংলাদেশ। লিড যুতসই হওয়ার আগেই সাজঘরে দুই বাংলাদেশি ব্যাটার। আগের দিনের সঙ্গে ৩৩ রান যোগ করতেই বাংলাদেশ হারায় দিনের প্রথম উইকেট। এরপর আর ১১ রান যোগ করতেই স্কোরবোর্ডে নেই আরও এক উইকেট। আসা-যাওয়ার মিছিলে আছেন শাহাদাত দিপুর নামটাও। লিড বাড়ানোর প্রত্যাশা নিয়ে ৪র্থ দিন শুরু করলেও সকালটা খুব একটা ভাল যাচ্ছেনা বাংলাদেশের জন্য।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

১৭ ওভারের পর থেকে পরের ৫ ওভারে বাংলাদেশ ১৫ রান তুলতেই খুইয়েছে ২ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগাররা হারিয়েছে ৫ উইকেট। স্কোরবোর্ডে জমা হয়েছে মোটে ৯৬ রান। লিড আছে ৮৮ রানের।

দিনের শুরুতে মুমিনুল দুটো চার মেরে ভাল কিছুর আভাস দিলেও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি তিনি। ১০ রান করেই এজাজ প্যাটেলের বলে লেগবিফরের শিকার হয়ে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। মুশফিকুর রহিম এসে টিকতে পেরেছেন ১২ বল। ৯ রান করেই শেষ হয়েছে তার ইনিংস। মিচেল স্যান্টনারের দিনের প্রথম শিকার এই অভিজ্ঞ ব্যাটার। স্লিপে ক্যাচটা নিয়েছেন ড্যারেল মিচেল।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের উদ্দেশে রাতেই দেশ ছাড়ছে বাংলাদেশ

শাহাদাত দিপু এসেও সুবিধা করতে পারেননি। ১১ বলে ৪ রান করে স্ট্যান্টনারের বলে আউট হয়েছেন। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি। আর আসা যাওয়ার এই মিছিলে এখন পর্যন্ত টিকে আছেন কেবল জাকির হাসান।

ঢাকা/কেএ