০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪

দিল্লি টেস্ট হেরেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন কামিন্স

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪১৭৪ বার দেখা হয়েছে

চার টেস্টের সিরিজে এখন পর্যন্ত হয়েছে দুই ম্যাচ। আরো দুই ম্যাচ বাকি থাকতেই ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, পরিবারের কোনো সদস্যের অসুস্থতায় সোমবার দেশে ফিরে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত গোপনীয়তার কারণে পরিবারের অসুস্থ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে মাঝপথে দেশে ফিরলেও তৃতীয় টেস্টের আগেই ভারতে ফিরবেন কামিন্স। ১ মার্চ থেকে ইন্দোরে শুরু তৃতীয় টেস্ট।

এদিকে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই সময়ের মধ্যেও যদি কামিন্স কোন কারণে ফিরতে না পারেন তাহলে দলকে নেতৃত্ব দেবেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হওয়ার পরে এই প্রথম ভারত সফর করেছেনকামিন্স। কিন্তু সফরের শুরুটা ভাল হয়নি। প্রথম টেস্ট নাগপুরে ইনিংস ও ১৩২ রানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। দিল্লি টেস্টে ৬ উইকেটে হারে অজিরা। তৃতীয় দিনে তাদের দ্বিতীয় ইনিংসে নামে বিশাল ধস। ২৮ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ১১৩ রানে গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে এরমধ্যে সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা।

আরও পড়ুন: আবারও হাথুরু-সুজন জুটি

এদিকে চোট সমস্যায় ভুগছে অস্ট্রেলিয়া দল। ডেভিড ওয়ার্নার তৃতীয় টেস্ট খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে কনকাশনের শিকার হন তিনি, পাশাপাশি বাঁ কনুইয়েও চোট পেয়েছেন। ছোটখাটো সমস্যায় ভুগছেন টড মারফিও। তবে তৃতীয় টেস্টের আগে শতভাগ সুস্থ হয়ে উঠতে পারেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। এ ছাড়া দলে আছেন স্কট বোল্যান্ড এ ল্যান্স মরিস। ভাঙা আঙুলের কারণে প্রথম দুই টেস্ট মিস করা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও চাইলে খেলানো যাবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

দিল্লি টেস্ট হেরেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন কামিন্স

আপডেট: ০৪:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

চার টেস্টের সিরিজে এখন পর্যন্ত হয়েছে দুই ম্যাচ। আরো দুই ম্যাচ বাকি থাকতেই ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, পরিবারের কোনো সদস্যের অসুস্থতায় সোমবার দেশে ফিরে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত গোপনীয়তার কারণে পরিবারের অসুস্থ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে মাঝপথে দেশে ফিরলেও তৃতীয় টেস্টের আগেই ভারতে ফিরবেন কামিন্স। ১ মার্চ থেকে ইন্দোরে শুরু তৃতীয় টেস্ট।

এদিকে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই সময়ের মধ্যেও যদি কামিন্স কোন কারণে ফিরতে না পারেন তাহলে দলকে নেতৃত্ব দেবেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হওয়ার পরে এই প্রথম ভারত সফর করেছেনকামিন্স। কিন্তু সফরের শুরুটা ভাল হয়নি। প্রথম টেস্ট নাগপুরে ইনিংস ও ১৩২ রানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। দিল্লি টেস্টে ৬ উইকেটে হারে অজিরা। তৃতীয় দিনে তাদের দ্বিতীয় ইনিংসে নামে বিশাল ধস। ২৮ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ১১৩ রানে গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে এরমধ্যে সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা।

আরও পড়ুন: আবারও হাথুরু-সুজন জুটি

এদিকে চোট সমস্যায় ভুগছে অস্ট্রেলিয়া দল। ডেভিড ওয়ার্নার তৃতীয় টেস্ট খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে কনকাশনের শিকার হন তিনি, পাশাপাশি বাঁ কনুইয়েও চোট পেয়েছেন। ছোটখাটো সমস্যায় ভুগছেন টড মারফিও। তবে তৃতীয় টেস্টের আগে শতভাগ সুস্থ হয়ে উঠতে পারেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। এ ছাড়া দলে আছেন স্কট বোল্যান্ড এ ল্যান্স মরিস। ভাঙা আঙুলের কারণে প্রথম দুই টেস্ট মিস করা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও চাইলে খেলানো যাবে।

ঢাকা/এসএম