০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দুঃসংবাদ দিলেন আরিফিন শুভ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / ১০৪৪৭ বার দেখা হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সম্প্রতি দেশজুড়ে মুক্তি পেয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় অর্থাৎ মুজিব চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মুক্তির পর ছবির প্রচারণায় রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ পরিদর্শনেও গেছেন এই নায়ক। কিন্তু মঙ্গলবার হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সমস্যা জটিলতা এড়াতে আজই অস্ত্রোপচার করাতে হবে। বিষয়টি নিশ্চিৎ করেছেন নায়ক নিজেই।

জানা গেছে, বছরখানেক পলিপাস সমস্যায় ভুগছিলেন তিনি। গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা নিয়েও ‘মুজিব’ সিনেমার কারণে সেভাবে চিকিৎসার সুযোগ হয়নি। মঙ্গলবার তার অবস্থা গুরুতর বলেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

আরও পড়ুন: ফের বাবা হলেন জিৎ

মঙ্গলবার দুপুরে আরিফিন শুভ জানান, ‘বছরখানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে ওঠেনি।

পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকালেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে।  আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।  আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

শুক্রবার দেশজুড়ে মুক্তি পায় ‘মুজিব: একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।  আরিফিন শুভ ছাড়াও শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দুঃসংবাদ দিলেন আরিফিন শুভ

আপডেট: ০৪:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সম্প্রতি দেশজুড়ে মুক্তি পেয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় অর্থাৎ মুজিব চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মুক্তির পর ছবির প্রচারণায় রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ পরিদর্শনেও গেছেন এই নায়ক। কিন্তু মঙ্গলবার হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সমস্যা জটিলতা এড়াতে আজই অস্ত্রোপচার করাতে হবে। বিষয়টি নিশ্চিৎ করেছেন নায়ক নিজেই।

জানা গেছে, বছরখানেক পলিপাস সমস্যায় ভুগছিলেন তিনি। গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা নিয়েও ‘মুজিব’ সিনেমার কারণে সেভাবে চিকিৎসার সুযোগ হয়নি। মঙ্গলবার তার অবস্থা গুরুতর বলেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

আরও পড়ুন: ফের বাবা হলেন জিৎ

মঙ্গলবার দুপুরে আরিফিন শুভ জানান, ‘বছরখানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে ওঠেনি।

পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকালেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে।  আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।  আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

শুক্রবার দেশজুড়ে মুক্তি পায় ‘মুজিব: একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।  আরিফিন শুভ ছাড়াও শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ।

ঢাকা/এসএম