০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

দুই খাতের আধিপত্যে দেড় মাসের সর্বোচ্চ লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২৬২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুই খাতের আধিপত্যে দেড় মাসের সর্বোচ্চ লেনদেন। আজ ডিএসইতে সকল মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ১৫৭ কোটি টাকার বেশি লেনদেন করে ৭০০ কোটির ঘর ছাড়িয়েছে। ডিএসই , সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার ডিএসইতে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ জুলাই ডিএসইতে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৫৭ কোটি ২৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৭৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, রোববার ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান সাধারন বীমা খাতের। ডিএসইর মোট লেনদেনের ২৯.৪০ শতাংশ বা ১৮৬ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

সাধারন বীমা খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। আজ কোম্পানিটির ৩৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সাধারন বীমা খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৪১টি কোম্পানির মধ্যে ৩২টির দর বেড়েছে, ১টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত ছিল।

দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক। ডিএসইর মোট লেনদেনের ১৫.৭১ শতাংশ বা ৯৯ কোটি ৭৯ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

খাদ্য ও আনুষাঙ্গিক খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ খাদ্য ও আনুষাঙ্গিক খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ২১টি কোম্পানির মধ্যে ৭টির দর বেড়েছে, ৭টির দর কমেছে এবং ৭টির দর অপরিবর্তিত ছিল।

আরও পড়ুন: ‘আফ্রিকা ১৪০ কোটি মানুষকে টার্গেট করে বাংলাদেশ বিনিয়োগ’

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৬ পয়েন্টে। সিএসইতে ১৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।

দিন শেষে সিএসইতে ৫৩১ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৩১৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ১৩ কোটি ১১ লাখ ১৬ হাজার ৯২৭ টাকার শেয়ার।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

x

দুই খাতের আধিপত্যে দেড় মাসের সর্বোচ্চ লেনদেন

আপডেট: ০৪:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুই খাতের আধিপত্যে দেড় মাসের সর্বোচ্চ লেনদেন। আজ ডিএসইতে সকল মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ১৫৭ কোটি টাকার বেশি লেনদেন করে ৭০০ কোটির ঘর ছাড়িয়েছে। ডিএসই , সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার ডিএসইতে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ জুলাই ডিএসইতে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৫৭ কোটি ২৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৭৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, রোববার ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান সাধারন বীমা খাতের। ডিএসইর মোট লেনদেনের ২৯.৪০ শতাংশ বা ১৮৬ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

সাধারন বীমা খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। আজ কোম্পানিটির ৩৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সাধারন বীমা খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৪১টি কোম্পানির মধ্যে ৩২টির দর বেড়েছে, ১টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত ছিল।

দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক। ডিএসইর মোট লেনদেনের ১৫.৭১ শতাংশ বা ৯৯ কোটি ৭৯ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

খাদ্য ও আনুষাঙ্গিক খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ খাদ্য ও আনুষাঙ্গিক খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ২১টি কোম্পানির মধ্যে ৭টির দর বেড়েছে, ৭টির দর কমেছে এবং ৭টির দর অপরিবর্তিত ছিল।

আরও পড়ুন: ‘আফ্রিকা ১৪০ কোটি মানুষকে টার্গেট করে বাংলাদেশ বিনিয়োগ’

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৬ পয়েন্টে। সিএসইতে ১৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।

দিন শেষে সিএসইতে ৫৩১ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৩১৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ১৩ কোটি ১১ লাখ ১৬ হাজার ৯২৭ টাকার শেয়ার।

ঢাকা/টিএ