দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

- আপডেট: ০১:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১০৪০০ বার দেখা হয়েছে
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছে টাইগাররা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অবসরকাণ্ডে তামিম ইকবাল বাকি দুই ওয়ানডেতে নেই। তার বদলে ওপেনিং পজিশনে সুযোগ পেয়েছেন নাঈম শেখ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন এবাদত হোসেন।
বৃষ্টি বাগড়া দেয়া প্রথম ওয়ানডেতে ডিএল মেথডে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজের প্রতিনিধি দল।
আরও পড়ুন: লিটনের নেতৃত্বে একাদশে যে পরিবর্তন আসতে পারে
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, সেলিম সাফি ও নিজাত মাসুদ।
ঢাকা/এসএ