দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ের বাংলাদেশ

- আপডেট: ০৬:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশপ্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছে বাংলাদেশ। রোববার (১৬ জুলাই) ম্যাচেও তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। কাঁধের চোটে ছিটকে গেছেন রনি তালুকদার। বিশ্রামে শরিফুল ইসলাম। দলে ঢুকেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত , সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, বাফাদার মোমান্দ।
আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে মায়ামিতে যোগ দিলেন মেসি
আফগানিস্তানের বিপক্ষে যে ওয়ানডে নিয়ে প্রত্যাশা ছিল, সেখানেই হতাশ করেছে বাংলাদেশ। তবে রশিদদের প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে সফরকারীরা বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এখন স্বাগতিকদের সামনে সবচেয়ে দুর্বোধ্য ফরম্যাটে সিরিজ জয়ের হাতছানি। তাও আবার আফগানদের বিপক্ষে প্রথমবার। রবিবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। টি-স্পোর্টস ও গাজী টিভি দ্বিতীয় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
ঢাকা/এসএ