দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেনে পুঁজিবাজার

- আপডেট: ০৩:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১০৪৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ বুধবার (১২ অক্টোবর) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার নিচে অবস্থান করছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সাথে কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বুধবার ডিএসইতে ৯৯৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ১৪ আগস্ট ডিএসইতে ৬৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১৬ কোটি ২৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৬ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১২ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের অনাগ্রহে ক্রেতা শূন্য ১৭০ কোম্পানি
ঢাকা/টিএ