দুই সপ্তাহে এসএমইর সূচক কমেছে ১৯০ পয়েন্ট

- আপডেট: ১২:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১০৩৭৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২১-২৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচক কমেছে ১১২ পয়েন্ট। এই সপ্তাহের ন্যায় পূর্বের সপ্তাহেও সূচক কমেছে ৭৮ পয়েন্ট। দুই সপ্তাহে সূচক কমেছে মোট ১৯০ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সদ্য সমাপ্ত সপ্তাহে এসএমইতে ১৩১ কোটি ৯০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে সদ্য সমাপ্ত সপ্তাহে এসএমইতে প্রতিদিন গড়ে ২৬ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা। পূর্বের সপ্তাহে এসএমইতে গড়ে দৈনিক ৩৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে গড়ে দৈনিক লেনদেন কমেছে ১১ কোটি ৮৮ লাখ ৬৪ হাজার টাকা। পূর্বের সপ্তাহে (১৪-১৭ আগস্ট) এসএমইতে লেনদেন হয়েছিল ১১৪ কোটি ৮০ লাখ ৭ হাজার টাকা। উলেখ্য, উক্ত সপ্তাহে এসএমই মার্কেটে লেনদেন হয়েছিল তিন দিন। সপ্তাহের ব্যবধানে এসএমইতে লেনদেন কমেছে ১৭ কোটি ১০ লাখ ২২ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহ শেষে ডিএসএমইএক্স সূচক অবস্থান করছে ২ হাজার ৫৪ পয়েন্টে। যা গত সপ্তাহে ছিলো ২ হাজার ১৬৬ পয়েন্টে। তথ্য মতে সপ্তাহের ব্যবধানে ডিএসএমইএক্স সূচক কমেছে ১১২ পয়েন্ট। পূর্বের সপ্তাহে (১৪-১৭ আগস্ট) সূচক কমেছে ৭৮ পয়েন্ট। আলোচিত সপ্তাহটিতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়।
আরো পড়ুন: সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার
ঢাকা/এসএ