০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

দেড় ঘণ্টা পর সংসদের বৈঠক পুনরায় শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৩৭৫ বার দেখা হয়েছে

শব্দযন্ত্র (সাউন্ড সিষ্টেম) বিভ্রাটের কারণে আকস্মিক স্থগিত করা সংসদের বৈঠক পুনরায় শুরু হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়।

দু’দিন বিরতির পরে রোববার বিকাল পৌনে পাঁচটায় সংসদের বৈঠক শুরু হওয়ার পরপরই সাউন্ড সিস্টেম বিকল হয়ে পড়ে। বিকল্প হিসেবে সদস্যদের হাতে বুম দিয়ে কিছুক্ষণ চালানোর চেষ্টা করা হয়। কিন্তু সদস্যরা তাতে ভাল শুনতে পাচ্ছিলেন না। এক পর্যায়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠক স্থগিত করতে বাধ্য হন।

পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী রোববার বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর রিপোর্ট উপস্থাপনের সময় অধিবেশনের মাইক বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় হ্যান্ডমাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন। এরপর হ্যান্ডমাইক দিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১৪ মৃত্যু

এরপর রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা স্পিকারের মনযোগ আকর্ষণ করে বলেন, ‘কিছু শোনা যাচ্ছে না।’ এ সময় বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন। রেজওয়ান আহাম্মদ তৌফিকের রিপোর্ট উপস্থাপন শেষে স্পিকার সংসদের উদ্দেশে বলেন, যেহেতু কিছু শোনা যাচ্ছে না সেহেতু অধিবেশন ১০ মিনিট স্থগিত ঘোষণা করছি।

ঢাকা/এমএস

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দেড় ঘণ্টা পর সংসদের বৈঠক পুনরায় শুরু

আপডেট: ০৭:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

শব্দযন্ত্র (সাউন্ড সিষ্টেম) বিভ্রাটের কারণে আকস্মিক স্থগিত করা সংসদের বৈঠক পুনরায় শুরু হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়।

দু’দিন বিরতির পরে রোববার বিকাল পৌনে পাঁচটায় সংসদের বৈঠক শুরু হওয়ার পরপরই সাউন্ড সিস্টেম বিকল হয়ে পড়ে। বিকল্প হিসেবে সদস্যদের হাতে বুম দিয়ে কিছুক্ষণ চালানোর চেষ্টা করা হয়। কিন্তু সদস্যরা তাতে ভাল শুনতে পাচ্ছিলেন না। এক পর্যায়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠক স্থগিত করতে বাধ্য হন।

পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী রোববার বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর রিপোর্ট উপস্থাপনের সময় অধিবেশনের মাইক বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় হ্যান্ডমাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন। এরপর হ্যান্ডমাইক দিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১৪ মৃত্যু

এরপর রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা স্পিকারের মনযোগ আকর্ষণ করে বলেন, ‘কিছু শোনা যাচ্ছে না।’ এ সময় বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন। রেজওয়ান আহাম্মদ তৌফিকের রিপোর্ট উপস্থাপন শেষে স্পিকার সংসদের উদ্দেশে বলেন, যেহেতু কিছু শোনা যাচ্ছে না সেহেতু অধিবেশন ১০ মিনিট স্থগিত ঘোষণা করছি।

ঢাকা/এমএস