দেশের আর্থিক খাতে বড় কোন সংকট নেই: বাংলাদেশ ব্যাংক গভর্নর

- আপডেট: ০৪:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ১০৫১৪ বার দেখা হয়েছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের আর্থিক খাত বর্তমানে বড় ধরনের সংকটে নেই। এখন আর্থিক খাতে যে অবস্থা বিরাজ করছে, তা সম্পূর্ণরূপে সমাধানযোগ্য। ফলে বাংলাদেশ শ্রীলংকা বা অন্য কোনো দেশের মতো হওয়ার আশঙ্কা তিনি উড়িয়ে দেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শনিবার (১৬ নভেম্বর) ঢাকার র্যাডিসন হোটেলে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪-এর বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মনসুর বলেন, আমাদের এক্সটার্নাল আর্থিক খাত ভালো অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আমাদের ব্যালান্স অব পেমেন্ট (বিপি) পরিস্থিতি উন্নত হয়েছে। ধারাবাহিক রিজার্ভ বাড়ছে, মুদ্রার বিনিময় হারও স্থিতিশীল হয়েছে। এক্সটার্নাল খাতে ঝুঁকির কোনো সম্ভাবনা আমি দেখছি না।
গভর্ণর বলেন, আমাদের রপ্তানি আয় ও প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। বাংলাদেশ ব্যাংক এলসি খোলার ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য দেশের পর্যাপ্ত রিজার্ভ রয়েছে।
আরও পড়ুন: স্বর্ণ চোরাচালানরোধে এয়ারক্রাফট নিষিদ্ধের হুশিয়ারি
ড. মনসুর বলেন, রাজনৈতিক পদ্ধতি ঠিক করা ছাড়া শুধু আর্থিক খাতকে ঠিক করা সম্ভব নয়। আর্থিক খাতে পুরোপুরি সুশাসন বাস্তবায়ন করার বিষয়টি কিছুটা সময়সাপেক্ষ। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের মধ্যে এটি পুরোপুরি হয়তো বাস্তবায়ন করতে পারবে না। তবে আমরা কাজগুলো শুরু করছি।
গভর্ণর বলেন, ব্যাংকের আমানতকারীরা কোনো সংকটে পড়বেন না। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে। দুর্বল ব্যাংকগুলোর খারাপ অবস্থা কাটাতে কিছু বড় পদক্ষেপ নিতে হতে পারে। তবে এসব সমস্যা কেটে যাবে, এ বিষয়ে গ্রাহকদের নিশ্চয়তা দেন তিনি।
ঢাকা/এসএইচ