১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে অর্থমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / ১০৪০২ বার দেখা হয়েছে

স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার (৬ জুন) বাজেট ঘোষণার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ব্রিফকেস নিয়ে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে এবারের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট এবং সরকারের ২৫তম।

সংসদে প্রবেশের আগে অর্থমন্ত্রী বলেন, বাজেট কমিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করছি যতোটুকু সম্ভব ভালো করার। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে চাই।

আরও পড়ুন: বাজেটে পুঁজিবাজার ইস্যুতে গুঞ্জনই সত্যি হচ্ছে!

উল্লেখ্য, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে এটি। এই বাজেট আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে অর্থমন্ত্রী

আপডেট: ১২:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার (৬ জুন) বাজেট ঘোষণার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ব্রিফকেস নিয়ে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে এবারের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট এবং সরকারের ২৫তম।

সংসদে প্রবেশের আগে অর্থমন্ত্রী বলেন, বাজেট কমিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করছি যতোটুকু সম্ভব ভালো করার। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে চাই।

আরও পড়ুন: বাজেটে পুঁজিবাজার ইস্যুতে গুঞ্জনই সত্যি হচ্ছে!

উল্লেখ্য, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে এটি। এই বাজেট আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা/এসএইচ