০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

দেশে করোনায় বেড়েছে মৃত্যু, শনাক্তের হার কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • / ৪১৪০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন রোগী কমলেও মৃত্যু বেড়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৮ জন। এ সময়ে করোনায় সংক্রমিত ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬০৪ জন আর মৃত্যু হয়েছিল ৬ জনের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ১১। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ২০। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে দুজন, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।

সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনা সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে বিধিনিষেধ।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৭ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন।

 

ঢাকা/এমআর

শেয়ার করুন

x

দেশে করোনায় বেড়েছে মৃত্যু, শনাক্তের হার কমেছে

আপডেট: ০৫:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন রোগী কমলেও মৃত্যু বেড়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৮ জন। এ সময়ে করোনায় সংক্রমিত ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬০৪ জন আর মৃত্যু হয়েছিল ৬ জনের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ১১। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ২০। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে দুজন, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।

সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনা সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে বিধিনিষেধ।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৭ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন।

 

ঢাকা/এমআর