১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দেশে খাদ্য নিয়ে কোনো শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ১০৩৪৬ বার দেখা হয়েছে

সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট খাদ্যশস্য মজুত র‌য়ে‌ছে। তাই খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো ধর‌নের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি ব‌লে‌ন, ‘গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নি‌তে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি কর‌ছে। আর এবার হাওড়সহ সারা দে‌শে বো‌রো ধা‌নের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ‌্য উদ্বৃত্ত হ‌বে দেশ। আর কৃষক যেন ফস‌লের ন‌্যায‌্যমূল‌্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ শ‌নিবার (৫ এপ্রিল) কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েবার সড়কের পাশে ভাতশালা হাওড়ে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

খাদ্য উপদেষ্টা আরও ব‌লেন, ‘কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভালো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ‌্য জোগান হয়।’

তি‌নি এ সময় হাও‌ড়ের সেচ সমস‌্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবণতা, সার বীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত কর‌তে সরকার কাজ কর‌ছে ব‌লেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্ত ক‌রেন।

হাও‌ড়ের খাল‌বিল, নদনদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, ‘মেঘনাসহ বড়বড় নদীগু‌লোও আজ নাব‌্যতা সংকটে ভুগ‌ছে। হাও‌ড়ের খাল‌বিলগু‌লো শু‌কি‌য়ে যা‌চ্ছে। খাল খন‌নের মাধ‌্যমে স্থানীয় খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। তি‌নি আরও ব‌লেন, হাওড় এলাকায় এখন কৃষকরা কেবল ধান নয়, ধা‌নের পাশাপা‌শি ভুট্টা, সব‌জি, হাঁসমুর‌গি পালন, মাছচাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ডে জ‌ড়িত। কা‌জেই হাওড় বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গা‌যোগ ব‌্যবস্থাসহ আর্থসামা‌জিক উন্নয়‌নে ব‌্যাপকভা‌বে কাজ কর‌ছে।’

এ সময় উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার জিরা‌তি‌দের কা‌ছে তা‌দের সম‌স‌্যাগু‌লো জান‌তে চান। বেশ ক‌য়েকজন জিরা‌তি, তা‌দের সেচ সমস‌্যা, রাস্তাঘা‌টের সংকট, খাওয়ার পা‌নির অভাব নি‌য়ে কথা ব‌লেন। তখন জেলা প্রশাসক‌কে এগু‌লো দ্রুত সমাধা‌নের নি‌র্দেশ দেন উপ‌দেষ্টা। পরে উপ‌দেষ্টা ভাতশালা হাও‌ড়ের বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন।

আরও পড়ুন: ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

এ সময় হাও‌ড়ে সরাস‌রি কৃ‌ষিকা‌জের স‌ঙ্গে জ‌ড়িত কৃষক ও জিরা‌তিদের সমস‌্যার কথা শো‌নেন। মতবি‌নিময় সভায় পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রা‌মের কৃ‌ষি অ‌ফিসার অ‌ভি‌জিত সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দেশে খাদ্য নিয়ে কোনো শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

আপডেট: ০৬:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট খাদ্যশস্য মজুত র‌য়ে‌ছে। তাই খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো ধর‌নের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি ব‌লে‌ন, ‘গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নি‌তে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি কর‌ছে। আর এবার হাওড়সহ সারা দে‌শে বো‌রো ধা‌নের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ‌্য উদ্বৃত্ত হ‌বে দেশ। আর কৃষক যেন ফস‌লের ন‌্যায‌্যমূল‌্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ শ‌নিবার (৫ এপ্রিল) কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েবার সড়কের পাশে ভাতশালা হাওড়ে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

খাদ্য উপদেষ্টা আরও ব‌লেন, ‘কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভালো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ‌্য জোগান হয়।’

তি‌নি এ সময় হাও‌ড়ের সেচ সমস‌্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবণতা, সার বীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত কর‌তে সরকার কাজ কর‌ছে ব‌লেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্ত ক‌রেন।

হাও‌ড়ের খাল‌বিল, নদনদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, ‘মেঘনাসহ বড়বড় নদীগু‌লোও আজ নাব‌্যতা সংকটে ভুগ‌ছে। হাও‌ড়ের খাল‌বিলগু‌লো শু‌কি‌য়ে যা‌চ্ছে। খাল খন‌নের মাধ‌্যমে স্থানীয় খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। তি‌নি আরও ব‌লেন, হাওড় এলাকায় এখন কৃষকরা কেবল ধান নয়, ধা‌নের পাশাপা‌শি ভুট্টা, সব‌জি, হাঁসমুর‌গি পালন, মাছচাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ডে জ‌ড়িত। কা‌জেই হাওড় বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গা‌যোগ ব‌্যবস্থাসহ আর্থসামা‌জিক উন্নয়‌নে ব‌্যাপকভা‌বে কাজ কর‌ছে।’

এ সময় উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার জিরা‌তি‌দের কা‌ছে তা‌দের সম‌স‌্যাগু‌লো জান‌তে চান। বেশ ক‌য়েকজন জিরা‌তি, তা‌দের সেচ সমস‌্যা, রাস্তাঘা‌টের সংকট, খাওয়ার পা‌নির অভাব নি‌য়ে কথা ব‌লেন। তখন জেলা প্রশাসক‌কে এগু‌লো দ্রুত সমাধা‌নের নি‌র্দেশ দেন উপ‌দেষ্টা। পরে উপ‌দেষ্টা ভাতশালা হাও‌ড়ের বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন।

আরও পড়ুন: ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

এ সময় হাও‌ড়ে সরাস‌রি কৃ‌ষিকা‌জের স‌ঙ্গে জ‌ড়িত কৃষক ও জিরা‌তিদের সমস‌্যার কথা শো‌নেন। মতবি‌নিময় সভায় পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রা‌মের কৃ‌ষি অ‌ফিসার অ‌ভি‌জিত সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/টিএ