১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ১০৩৭৯ বার দেখা হয়েছে

দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনার কথা জানিয়েছে কানাডা। মূলত আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

অর্থনীতি  শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, দেশটি চলতি বছর চার লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে স্টাডি পারমিট (পড়াশোনার অনুমতি) দেবে। সংখ্যাটি গত বছরের তুলনায় ১০ শতাংশ কম।

সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত জনসংখ্যা বাড়তে থাকায় কানাডায় আবাসন সংকট তৈরি হয়। এ চাপ সামাল দিতে গত বছর বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে দেশটির সরকার।

আরও পড়ুন: আরও চার ইসরাইলি বন্দিকে মুক্তি দিল হামাস

এছাড়াও একাধিক জরিপে কানাডায় নতুন আসা ব্যক্তিদের প্রতি খুব একটা সমর্থন না পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসনের মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন।

সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে কানাডায় অনুমতি পাওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ছয় লাখ। এতে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়, যা গত দশ বছর আগের সংখ্যার চেয়ে তিন গুণ বেশি। ফলে দেশটিতে আবাসন খরচ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য পরিষেবায় চাপ বেড়েছে।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

আপডেট: ০৭:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনার কথা জানিয়েছে কানাডা। মূলত আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

অর্থনীতি  শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, দেশটি চলতি বছর চার লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে স্টাডি পারমিট (পড়াশোনার অনুমতি) দেবে। সংখ্যাটি গত বছরের তুলনায় ১০ শতাংশ কম।

সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত জনসংখ্যা বাড়তে থাকায় কানাডায় আবাসন সংকট তৈরি হয়। এ চাপ সামাল দিতে গত বছর বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে দেশটির সরকার।

আরও পড়ুন: আরও চার ইসরাইলি বন্দিকে মুক্তি দিল হামাস

এছাড়াও একাধিক জরিপে কানাডায় নতুন আসা ব্যক্তিদের প্রতি খুব একটা সমর্থন না পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসনের মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন।

সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে কানাডায় অনুমতি পাওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ছয় লাখ। এতে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়, যা গত দশ বছর আগের সংখ্যার চেয়ে তিন গুণ বেশি। ফলে দেশটিতে আবাসন খরচ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য পরিষেবায় চাপ বেড়েছে।

ঢাকা/এসএইচ