০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

দ্রব্যমূল্য ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ প্রধানমন্ত্রীর  

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৩৮৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সচিবদের দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্নসম্মান বজায় রেখে চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্নীতি দমন, প্রতিরোধ বা নিরসনের দায়িত্ব শুধু দুর্নীতি দমন কমিশনের নয়।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রিপরিষদ সচিব জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি মনিটরিং ও চাঁদাবাজি বন্ধে সচিবদের কঠোর হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সচিবদের ধন্যবাদ জানান। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী ইশতেহার হবে সরকার পরিচালনার লিখিত দলিল।

মাহবুব হোসেন জানান, দুর্নীতি দমন, প্রতিরোধ বা নিরসনের দায়িত্ব শুধু দুর্নীতি দমন কমিশনের নয়। মন্ত্রণালয় বা অধিদপ্তরের নিজস্ব ক্ষমতা, পদ্ধতি বা কৌশলের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধ সোচ্চার ও দুর্নীতি কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিব আরও জানান, ১১টি অগ্রাধিকার ও ৩০০টি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্প নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। জনগণের কল্যাণে ব্যবহার হবে এমন প্রকল্প নেয়ার নির্দেশ দেন তিনি। প্রকল্পের মাধ্যমে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে কি না, সে অনুযায়ী প্রকল্প বাছাই করতে হবে।

আরও পড়ুন: মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত দুই

সভায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন,  কৃষি উৎপাদন ও সার ব্যবস্থাপনা, বিদ্যুৎ পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সর্বাধিক গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সার্ভিস খাতে প্রশিক্ষিত জনগণ গড়ে তুলতে পর্যাপ্ত প্রশিক্ষণেরে ব্যবস্থার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরিতে শূন্যপদ পূরণের ব্যবস্থা ও নতুন কর্মসংস্থান গড়ে তোলার নির্দেশও দেন তিনি।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দ্রব্যমূল্য ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ প্রধানমন্ত্রীর  

আপডেট: ০৫:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

সচিবদের দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্নসম্মান বজায় রেখে চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্নীতি দমন, প্রতিরোধ বা নিরসনের দায়িত্ব শুধু দুর্নীতি দমন কমিশনের নয়।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রিপরিষদ সচিব জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি মনিটরিং ও চাঁদাবাজি বন্ধে সচিবদের কঠোর হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সচিবদের ধন্যবাদ জানান। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী ইশতেহার হবে সরকার পরিচালনার লিখিত দলিল।

মাহবুব হোসেন জানান, দুর্নীতি দমন, প্রতিরোধ বা নিরসনের দায়িত্ব শুধু দুর্নীতি দমন কমিশনের নয়। মন্ত্রণালয় বা অধিদপ্তরের নিজস্ব ক্ষমতা, পদ্ধতি বা কৌশলের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধ সোচ্চার ও দুর্নীতি কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিব আরও জানান, ১১টি অগ্রাধিকার ও ৩০০টি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্প নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। জনগণের কল্যাণে ব্যবহার হবে এমন প্রকল্প নেয়ার নির্দেশ দেন তিনি। প্রকল্পের মাধ্যমে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে কি না, সে অনুযায়ী প্রকল্প বাছাই করতে হবে।

আরও পড়ুন: মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত দুই

সভায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন,  কৃষি উৎপাদন ও সার ব্যবস্থাপনা, বিদ্যুৎ পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সর্বাধিক গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সার্ভিস খাতে প্রশিক্ষিত জনগণ গড়ে তুলতে পর্যাপ্ত প্রশিক্ষণেরে ব্যবস্থার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরিতে শূন্যপদ পূরণের ব্যবস্থা ও নতুন কর্মসংস্থান গড়ে তোলার নির্দেশও দেন তিনি।

ঢাকা/কেএ