০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দ্রুতগতিতে ফাইল ট্রান্সফারের অ্যাপ্লিকেশন নিয়ে আসছে গুগল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ১০৪৪৮ বার দেখা হয়েছে

এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে আসছে একটি উন্নত ফাইল ট্রান্সফার টুল। এটি বাজারে থাকা এখন পর্যন্ত বর্তমান ফাইল ট্রান্সফার টুলের চেয়েও অধিক শক্তিশালী ও আরও দ্রুতগতিতে ডাটা ট্রান্সফারে সক্ষম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আর এমন উদ্যোগ নিয়েছে গুগল ও স্যামসাং। এর আগে তারা বাজারে এনেছিল ওয়্যার ওএস। এবার অন্য রকম এক সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা।

গুগল তার পরিচিত নিয়ারবাই শেয়ার ফিচারকে নতুন চেহারায় এনে চমৎকার বাজার ধরে রেখেছে। এবার সেইরকম ফিচারই আসছে কুইক শেয়ার নামে।

আরও পড়ুন: গোপনে ফোনে যা সার্চ করছেন সবই ট্র্যাক করছে ফেসবুক

মনে করা হচ্ছে, ফিচারের সঙ্গে আরও কিছু বাড়তি সুবিধা যুক্ত করার জন্যই গুগল এই পরিবর্তন আনতে চলেছে। তাছাড়া, অনেকেই মনে করছেন নিয়ারবাই শেয়ারের থেকে কুইক শেয়ার নাম হিসেবেও বেশি ভাল।

গত কয়েক বছর ধরেই নিয়ারবাই শেয়ার ভাল কাজ করছে। তবুও এর পরিবর্তন জরুরি ছিল। কারণ, ২০২০ সালে চালু হওয়া স্যামসাংয়ের নিজস্ব ফাইল ট্রান্সফার টুলের সঙ্গে মিলে যাচ্ছে এটি। তাই হয়ত নতুন এই পরিবর্তন আর নতুন নামে বাজার দখল।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দ্রুতগতিতে ফাইল ট্রান্সফারের অ্যাপ্লিকেশন নিয়ে আসছে গুগল

আপডেট: ০১:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে আসছে একটি উন্নত ফাইল ট্রান্সফার টুল। এটি বাজারে থাকা এখন পর্যন্ত বর্তমান ফাইল ট্রান্সফার টুলের চেয়েও অধিক শক্তিশালী ও আরও দ্রুতগতিতে ডাটা ট্রান্সফারে সক্ষম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আর এমন উদ্যোগ নিয়েছে গুগল ও স্যামসাং। এর আগে তারা বাজারে এনেছিল ওয়্যার ওএস। এবার অন্য রকম এক সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা।

গুগল তার পরিচিত নিয়ারবাই শেয়ার ফিচারকে নতুন চেহারায় এনে চমৎকার বাজার ধরে রেখেছে। এবার সেইরকম ফিচারই আসছে কুইক শেয়ার নামে।

আরও পড়ুন: গোপনে ফোনে যা সার্চ করছেন সবই ট্র্যাক করছে ফেসবুক

মনে করা হচ্ছে, ফিচারের সঙ্গে আরও কিছু বাড়তি সুবিধা যুক্ত করার জন্যই গুগল এই পরিবর্তন আনতে চলেছে। তাছাড়া, অনেকেই মনে করছেন নিয়ারবাই শেয়ারের থেকে কুইক শেয়ার নাম হিসেবেও বেশি ভাল।

গত কয়েক বছর ধরেই নিয়ারবাই শেয়ার ভাল কাজ করছে। তবুও এর পরিবর্তন জরুরি ছিল। কারণ, ২০২০ সালে চালু হওয়া স্যামসাংয়ের নিজস্ব ফাইল ট্রান্সফার টুলের সঙ্গে মিলে যাচ্ছে এটি। তাই হয়ত নতুন এই পরিবর্তন আর নতুন নামে বাজার দখল।

ঢাকা/এসএইচ