ধলেশ্বরী থেকে হাত-পা বিহীন মরদেহ উদ্ধার

- আপডেট: ০৪:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১০৪১১ বার দেখা হয়েছে
মুন্সীগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল সংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত(৪৫) এক ব্যক্তির একটি হাত এবং একটি পা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম সোবহান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধলেশ্বরী নদী থেকে ডান হাত ও বাঁ পা বিহীন ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এত উন্নয়ন: প্রধানমন্ত্রী
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি মেঘনা নদী থেকে ভেসে এখানে এসেছে। মরদেহটি অর্ধপচা, আনুমানিক সাত-আট দিন আগের। তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/এসএম