নওগাঁয় বজ্রাঘাতে প্রাণ গেল দুই ভাইয়ের

- আপডেট: ০১:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১০৩৩৭ বার দেখা হয়েছে
নওগাঁর রাণীনগরের মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে বজ্রাঘাতে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৩) নামে দুই সহোদর মারা গেছে। বুধবার (২১ জুন) দুপুর আনুমানিক পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা জানান, দুই সহোদর বৃষ্টির মধ্যে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এমন সময় হঠাৎ বজ্রপাতে ওই দুই ভাই গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, ‘খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।’মৃতরা ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে। লাভলু ফকিরের আর কোনও সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
ঢাকা/এসএম