১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

নতুন আরও কিছু সুবিধা নিয়ে এলো মেসেঞ্জার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪১৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ফেসবুক, মেসেঞ্জার আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব গভীরভাবেই জড়িয়ে আছে। অফিসিয়াল কাজ থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা সবই এখন হয় ফেসবুক কিংবা মেসেঞ্জারে। তাই গ্রাহকদের সিকিউরিটি ও সুবিধার কথা চিন্তা করে মেসেঞ্জার অ্যাপে নতুন কয়েকটি সুবিধা চালু করেছে ‘মেটা’র মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফেসবুক, মেসেঞ্জার আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব গভীরভাবেই জড়িয়ে আছে। অফিসিয়াল কাজ থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা সবই এখন হয় ফেসবুক কিংবা মেসেঞ্জারে। তাই গ্রাহকদের সিকিউরিটি ও সুবিধার কথা চিন্তা করে মেসেঞ্জার অ্যাপে নতুন কয়েকটি সুবিধা চালু করেছে ‘মেটা’র মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক।

ভেরিফায়েড ব্যাজ : অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপটেড চ্যাটের জন্য ভেরিফায়েড ব্যাজও নিয়ে এসেছে ফেসবুক। এর ফলে পরিচয়ধারী ব্যক্তির আসল অ্যাকাউন্ট চিহ্নিত করা এবং অর্থবহ যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে।
ভয়েস মেসেজিংয়ের ওপর নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা: কয়েকটি সুবিধার পাশাপাশি ফেসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজের ডিউরেশন বাড়িয়েছে। এতদিন ১ মিনিটের ভয়েস ম্যাসেজ পাঠানো গেলেও এখন থেকে ৩০ মিনিটের ভয়েস মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। মেসেঞ্জারে ভয়েস মেসেজ রেকর্ডিংয়ে নতুন নিয়ন্ত্রণের অংশ হিসেবে এখন থেকে ভয়েস মেসেজ পাঠানোর আগে ব্যবহারকারীরা সেটি শুনে পরীক্ষা করতে পারবেন। অর্থাৎ, রেকর্ডিংয়ের পর ভয়েস মেসেজ শুনে যদি মনে হয় ঠিক আছে তবে সেটি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া যাবে।
এছাড়া আগে ভয়েস মেসেজ রেকর্ডিংয়ের সময় টানা রেকর্ড করতে হতো। রেকর্ডিং শুরুর পর কোনও বিরতির সুযোগ ছিল না। অবশেষে এই ব্যবস্থার পরিবর্তন এলো। এখন থেকে রেকর্ডিং শুরুর পর প্রয়োজনে সেটি পজ করা বা বিরতি নেওয়া যাবে।
এছাড়া আরো যেসব সুবিধা ইতোমধ্যে অনেক ব্যবহারকারীরা পাচ্ছেন তা হলো-
প্রতিক্রিয়া : মেসেঞ্জার ব্যবহারকারীরা এখন থেকে বার্তার ওপর আলতো চাপ দিয়ে ধরলেই রিঅ্যাকশন বা প্রতিক্রিয়ার ডালি খুলে যাবে। বার্তা পড়ে ভালোলাগা, রাগ, অবাক হওয়াসহ অনেকরকম প্রতিক্রিয়াই দেখানো যাবে। একটি বার্তায় দুবার ট্যাপ করলেই সেটি হয়ে যাবে ‘লাভ রিয়েক্ট’।
ট্যাপ অ্যান্ড হোল্ড রিপ্লাই : কোনো একটি নির্দিষ্ট বার্তায় আঙুল চেপে রাখলেই সেই নির্বাচিত বার্তাটির উত্তর দেওয়া সম্ভব হবে। জবাবের সঙ্গে আসল বার্তারও একটি অনুলিপি অন্য প্রান্তে পৌঁছে যাবে।
সোয়াইপ টু রিপ্লাই : মাউসের কার্সর মেসেজের ডানপাশে নিলেই অথবা বার্তাটিকে ডানে বা বামে একটু সরালেই সেই নির্দিষ্ট বার্তাটির জবাব দেওয়ার জন্য একটি আইকন উন্মোচিত হবে। সোয়াইপ করুন আর উত্তর দিন!
ভ্যানিশ মোড: কারো মেসেন্জারে গিয়ে স্ক্রিনে চাপ দিয়ে একটু উপরের দিকে কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিলেই আপনি চলে যাবেন মেসেঞ্জারের ভ্যানিস মুডে। যেখানে আপনি প্রাইভেটলি কথা বলতে পারবেন যা সংরক্ষিত হবে না। মানে থেকে যাবে না। আপনি ভ্যানিস মুড থেকে নরমাল মুডে গেলেই তা ভ্যানিশ হয়ে যাবে। 
আনসেন্ড: মেসেঞ্জারে কাউকে ভুল করে কিছু লিখে ফেললেও চিন্তা নাই। ভুল করে বার্তা পাঠানোর পর এখন তা মুছে ফেলার সুযোগ দিচ্ছে ফেসবুক। চালু করেছে ‘আনসেন্ড’ নামে নতুন একটি ফিচার। এ ফিচার ব্যবহার করে বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার সুযোগ পাবেন ব্যবহারকারী। বার্তা পাঠানোর পর সে বার্তার ওপর চাপ দিলে দুটি অপশন দেখতে পাবেন। একটিতে সবার কাছ থেকে মুছে ফেলা ও আরেকটিতে শুধু নিজের জন্য মুছে ফেলার বিষয়টি দেখানো হবে। এখান থেকে প্রয়োজনীয় বিষয়টি নির্বাচন করে দিলে তা মুছে যাবে এবং আপনি তা মুছে ফেলেছেন—এমন বার্তা দেখাবে।
মেসেঞ্জারের নতুন এসব ফিচার পর্যায়ক্রমে সবাই ব্যবহার করতে পারবেন। অবশ্য এরই মধ্যে কিছু ব্যবহারকারী নতুন সুবিধাগুলো পেয়ে গেছেন। বাকিরাও দ্রুতই এসব সুবিধার আওতায় আসবেন।
ঢাকা/বিএইচ

শেয়ার করুন

x

নতুন আরও কিছু সুবিধা নিয়ে এলো মেসেঞ্জার

আপডেট: ০৩:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ফেসবুক, মেসেঞ্জার আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব গভীরভাবেই জড়িয়ে আছে। অফিসিয়াল কাজ থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা সবই এখন হয় ফেসবুক কিংবা মেসেঞ্জারে। তাই গ্রাহকদের সিকিউরিটি ও সুবিধার কথা চিন্তা করে মেসেঞ্জার অ্যাপে নতুন কয়েকটি সুবিধা চালু করেছে ‘মেটা’র মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফেসবুক, মেসেঞ্জার আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব গভীরভাবেই জড়িয়ে আছে। অফিসিয়াল কাজ থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা সবই এখন হয় ফেসবুক কিংবা মেসেঞ্জারে। তাই গ্রাহকদের সিকিউরিটি ও সুবিধার কথা চিন্তা করে মেসেঞ্জার অ্যাপে নতুন কয়েকটি সুবিধা চালু করেছে ‘মেটা’র মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক।

ভেরিফায়েড ব্যাজ : অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপটেড চ্যাটের জন্য ভেরিফায়েড ব্যাজও নিয়ে এসেছে ফেসবুক। এর ফলে পরিচয়ধারী ব্যক্তির আসল অ্যাকাউন্ট চিহ্নিত করা এবং অর্থবহ যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে।
ভয়েস মেসেজিংয়ের ওপর নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা: কয়েকটি সুবিধার পাশাপাশি ফেসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজের ডিউরেশন বাড়িয়েছে। এতদিন ১ মিনিটের ভয়েস ম্যাসেজ পাঠানো গেলেও এখন থেকে ৩০ মিনিটের ভয়েস মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। মেসেঞ্জারে ভয়েস মেসেজ রেকর্ডিংয়ে নতুন নিয়ন্ত্রণের অংশ হিসেবে এখন থেকে ভয়েস মেসেজ পাঠানোর আগে ব্যবহারকারীরা সেটি শুনে পরীক্ষা করতে পারবেন। অর্থাৎ, রেকর্ডিংয়ের পর ভয়েস মেসেজ শুনে যদি মনে হয় ঠিক আছে তবে সেটি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া যাবে।
এছাড়া আগে ভয়েস মেসেজ রেকর্ডিংয়ের সময় টানা রেকর্ড করতে হতো। রেকর্ডিং শুরুর পর কোনও বিরতির সুযোগ ছিল না। অবশেষে এই ব্যবস্থার পরিবর্তন এলো। এখন থেকে রেকর্ডিং শুরুর পর প্রয়োজনে সেটি পজ করা বা বিরতি নেওয়া যাবে।
এছাড়া আরো যেসব সুবিধা ইতোমধ্যে অনেক ব্যবহারকারীরা পাচ্ছেন তা হলো-
প্রতিক্রিয়া : মেসেঞ্জার ব্যবহারকারীরা এখন থেকে বার্তার ওপর আলতো চাপ দিয়ে ধরলেই রিঅ্যাকশন বা প্রতিক্রিয়ার ডালি খুলে যাবে। বার্তা পড়ে ভালোলাগা, রাগ, অবাক হওয়াসহ অনেকরকম প্রতিক্রিয়াই দেখানো যাবে। একটি বার্তায় দুবার ট্যাপ করলেই সেটি হয়ে যাবে ‘লাভ রিয়েক্ট’।
ট্যাপ অ্যান্ড হোল্ড রিপ্লাই : কোনো একটি নির্দিষ্ট বার্তায় আঙুল চেপে রাখলেই সেই নির্বাচিত বার্তাটির উত্তর দেওয়া সম্ভব হবে। জবাবের সঙ্গে আসল বার্তারও একটি অনুলিপি অন্য প্রান্তে পৌঁছে যাবে।
সোয়াইপ টু রিপ্লাই : মাউসের কার্সর মেসেজের ডানপাশে নিলেই অথবা বার্তাটিকে ডানে বা বামে একটু সরালেই সেই নির্দিষ্ট বার্তাটির জবাব দেওয়ার জন্য একটি আইকন উন্মোচিত হবে। সোয়াইপ করুন আর উত্তর দিন!
ভ্যানিশ মোড: কারো মেসেন্জারে গিয়ে স্ক্রিনে চাপ দিয়ে একটু উপরের দিকে কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিলেই আপনি চলে যাবেন মেসেঞ্জারের ভ্যানিস মুডে। যেখানে আপনি প্রাইভেটলি কথা বলতে পারবেন যা সংরক্ষিত হবে না। মানে থেকে যাবে না। আপনি ভ্যানিস মুড থেকে নরমাল মুডে গেলেই তা ভ্যানিশ হয়ে যাবে। 
আনসেন্ড: মেসেঞ্জারে কাউকে ভুল করে কিছু লিখে ফেললেও চিন্তা নাই। ভুল করে বার্তা পাঠানোর পর এখন তা মুছে ফেলার সুযোগ দিচ্ছে ফেসবুক। চালু করেছে ‘আনসেন্ড’ নামে নতুন একটি ফিচার। এ ফিচার ব্যবহার করে বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার সুযোগ পাবেন ব্যবহারকারী। বার্তা পাঠানোর পর সে বার্তার ওপর চাপ দিলে দুটি অপশন দেখতে পাবেন। একটিতে সবার কাছ থেকে মুছে ফেলা ও আরেকটিতে শুধু নিজের জন্য মুছে ফেলার বিষয়টি দেখানো হবে। এখান থেকে প্রয়োজনীয় বিষয়টি নির্বাচন করে দিলে তা মুছে যাবে এবং আপনি তা মুছে ফেলেছেন—এমন বার্তা দেখাবে।
মেসেঞ্জারের নতুন এসব ফিচার পর্যায়ক্রমে সবাই ব্যবহার করতে পারবেন। অবশ্য এরই মধ্যে কিছু ব্যবহারকারী নতুন সুবিধাগুলো পেয়ে গেছেন। বাকিরাও দ্রুতই এসব সুবিধার আওতায় আসবেন।
ঢাকা/বিএইচ