০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

নতুন কমিশনার পাচ্ছে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
  • / ৪০৯৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রুমানা ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির কমিশনার হিসাবে ড. রুমানা ইসলামের নিয়োগের প্রস্তাব চুড়ান্ত অনুমোদন হয়েছে। তবে তার নিয়োগের সরকারি আদেশ (জিও) এখনো জারি করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ড. রুমানা ইসলামকে কমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে জিও জারি হবে। এর পরপরই তিনি বিএসইসির আইন বিভাগের কমিশনার হিসেবে যোগ দিবেন।

ড. রুমানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০৬ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর ও ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনের উপর পিএইচডি করেছেন।

ড. রুমানা ইসলাম ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন। তাঁকে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস-এ (আইসিএসআইডি) প্যানেল আরবিট্রেটর হিসেবে মনোনীত করে।

ঢাকা/টিএ  

শেয়ার করুন

x

নতুন কমিশনার পাচ্ছে বিএসইসি

আপডেট: ০৯:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রুমানা ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির কমিশনার হিসাবে ড. রুমানা ইসলামের নিয়োগের প্রস্তাব চুড়ান্ত অনুমোদন হয়েছে। তবে তার নিয়োগের সরকারি আদেশ (জিও) এখনো জারি করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ড. রুমানা ইসলামকে কমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে জিও জারি হবে। এর পরপরই তিনি বিএসইসির আইন বিভাগের কমিশনার হিসেবে যোগ দিবেন।

ড. রুমানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০৬ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর ও ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনের উপর পিএইচডি করেছেন।

ড. রুমানা ইসলাম ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন। তাঁকে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস-এ (আইসিএসআইডি) প্যানেল আরবিট্রেটর হিসেবে মনোনীত করে।

ঢাকা/টিএ