০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

নতুন কারিকুলামে বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪২৩৭ বার দেখা হয়েছে

নতুন কারিকুলামে বদলে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পদ্ধতি। বর্তমানে নবম-দশম দুই শ্রেণির সিলেবাসের ওপর এসএসসি পরীক্ষা হলেও নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির সিলেবাসের ওপর এ পরীক্ষা হবে। শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে এইচএসসি পরীক্ষা হবে ২ বার। একবার একাদশে, দ্বিতীয়বার দ্বাদশে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা নেওয়ার সঙ্গে যুক্ত সাধারণ, কারিগরি ও মাদ্রাসাসহ দেশের ১১টি শিক্ষাবোর্ড। বোর্ডগুলোর সমন্বয়ক বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, নতুন কারিকুলামে নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন হলেও এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসের ভিত্তিতে। ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে এই পরীক্ষা হবে।

আর একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মধ্যে শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশ, বাকিটা বোর্ড পরীক্ষায়। একইভাবে দ্বাদশ শ্রেণিতেও ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিখনকালীন, বাকি ৭০ শতাংশ বোর্ড পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সরকার।

বোর্ডের দাবি, এসএসসি ও এইচএসসি পর্যায়ে দুই শ্রেণি একসঙ্গে পরীক্ষা না নেয়ার ফলে শিক্ষার্থীদের ওপর কমবে পরীক্ষার বোঝা। এ বিষয়ের ব্যাখ্যায় বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমাদের এ কারিকুলামের মূল চিন্তা হচ্ছে শিক্ষার্থীরা প্র্যাকটিকালি শিখবে। এটা প্রজেক্ট বেজড শেখা। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাবে শিক্ষার্থীরা। ফলে এখানে তাদের উপর মুখস্থ করার চাপ কমবে, পরীক্ষার বোঝাও কমবে।

আরও পড়ুন: ২ মার্চ ১২ ঘণ্টা ব্যাহত হবে ইন্টারনেট সেবা

এদিকে নতুন কারিকুলাম বাস্তবায়নের কৌশল ঠিক করতে ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিতে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এদিকে আগামী শনিবার নতুন কারিকুলামের বাস্তবায়ন ও কৌশল ঠিক করতে শিক্ষাবোর্ডের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ‘পাবলিক পরীক্ষায় কীভাবে মূল্যায়ন হতে পারে’ শিরোনামে একটি প্রস্তাবনা প্রস্তুত করেছে এনসিটিবি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে বৈঠকে সেই প্রস্তাবনা তুলে ধরা হবে।

ঢাকা/কেএ

শেয়ার করুন

x

নতুন কারিকুলামে বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি

আপডেট: ০৭:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

নতুন কারিকুলামে বদলে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পদ্ধতি। বর্তমানে নবম-দশম দুই শ্রেণির সিলেবাসের ওপর এসএসসি পরীক্ষা হলেও নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির সিলেবাসের ওপর এ পরীক্ষা হবে। শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে এইচএসসি পরীক্ষা হবে ২ বার। একবার একাদশে, দ্বিতীয়বার দ্বাদশে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা নেওয়ার সঙ্গে যুক্ত সাধারণ, কারিগরি ও মাদ্রাসাসহ দেশের ১১টি শিক্ষাবোর্ড। বোর্ডগুলোর সমন্বয়ক বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, নতুন কারিকুলামে নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন হলেও এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসের ভিত্তিতে। ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে এই পরীক্ষা হবে।

আর একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মধ্যে শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশ, বাকিটা বোর্ড পরীক্ষায়। একইভাবে দ্বাদশ শ্রেণিতেও ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিখনকালীন, বাকি ৭০ শতাংশ বোর্ড পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সরকার।

বোর্ডের দাবি, এসএসসি ও এইচএসসি পর্যায়ে দুই শ্রেণি একসঙ্গে পরীক্ষা না নেয়ার ফলে শিক্ষার্থীদের ওপর কমবে পরীক্ষার বোঝা। এ বিষয়ের ব্যাখ্যায় বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমাদের এ কারিকুলামের মূল চিন্তা হচ্ছে শিক্ষার্থীরা প্র্যাকটিকালি শিখবে। এটা প্রজেক্ট বেজড শেখা। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাবে শিক্ষার্থীরা। ফলে এখানে তাদের উপর মুখস্থ করার চাপ কমবে, পরীক্ষার বোঝাও কমবে।

আরও পড়ুন: ২ মার্চ ১২ ঘণ্টা ব্যাহত হবে ইন্টারনেট সেবা

এদিকে নতুন কারিকুলাম বাস্তবায়নের কৌশল ঠিক করতে ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিতে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এদিকে আগামী শনিবার নতুন কারিকুলামের বাস্তবায়ন ও কৌশল ঠিক করতে শিক্ষাবোর্ডের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ‘পাবলিক পরীক্ষায় কীভাবে মূল্যায়ন হতে পারে’ শিরোনামে একটি প্রস্তাবনা প্রস্তুত করেছে এনসিটিবি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে বৈঠকে সেই প্রস্তাবনা তুলে ধরা হবে।

ঢাকা/কেএ