নভেম্বরে রপ্তানি আয় কমেছে ৬.০৫ শতাংশ

- আপডেট: ০৬:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ১০৪২৬ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত (২০২৩-২৪) অর্থবছরের নভেম্বর মাসেও দেশের রপ্তানি আয় কমেছে। রপ্তানি কমার হার ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। পরপর দুই মাস রপ্তানি আয় ঋণাত্বক হলো।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ইপিবির পরিসংখ্যান অনুযায়ী নভেম্বরে রপ্তানি হয়েছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলারের পণ্য। গত বছর একই মাসে যার পরিমাণ ছিল ৫০৯ কোটি ২৬ লাখ ডলার। তার আগের মাস অক্টোবরে রপ্তানি হয় ৩৭৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য, যা ছিল ২০২২ সালের একই মাসের চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ কম।
আরও পড়ুন: ভ্রমণ শেষে ৭ শতাংশ সুদে ডলার ব্যাংকে রাখার সুযোগ
নভেম্বরের পরিসংখ্যান যোগ করে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৫ মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ২২৩ কোটি ডলারের পণ্য, যা গত অর্থবছরেরর একই সময়ের (জুলাই-নভেম্বর) চেয়ে মাত্র ১ দশমিক ৩০ শতাংশ বেশি। এই সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি কম হয়েছে ৯ শতাংশ।
দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের উদ্যোক্তারা বলছেন, তাদের অর্ডার কমে যাচ্ছে। এর প্রভাব রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে স্পষ্ট।
ঢাকা/এসএম