নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

- আপডেট: ১১:০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১০৩৯৭ বার দেখা হয়েছে
নরসিংদীর রায়পুরায় চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন আজ
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ও নরসিংদী রেল পুলিশ ফাঁরির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের ছাদে ১২-২০ বয়সী পাঁচ জন অবস্থান করছিল। তারা ট্রেনের ছাদে হাঁটতে হাঁটতে একদম সামনে চলে আসে। কোনো কারণে সেখান থেকে তারা পরে যায়। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত হচ্ছে এবং মৃত পাঁচ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা/এসএইচ