নাম পরিবর্তন করবে দুই ব্যাংক

- আপডেট: ০৫:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১০৫২৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত দুইটি ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক দুইটি হলো- প্রাইম ব্যাংক লিমিটেড ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য মতে, প্রাইম ব্যাংক লিমিটেড তাদের নাম পরিবর্তন করে প্রাইম ব্যাংক পিএলসি রাখবে। আর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড তাদের নাম পরিবর্তন করে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রাখবে।
এদিকে, প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদ প্রযোজ্য নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ব্যাংকটির নিবন্ধিত নাম প্রাইম ব্যাংক পিএলসি করার জন্য সম্মত হয়েছে।
আরও পড়ুন: ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
এছাড়া, শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের সম্মতিতে ব্যাংকটির নাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিশেষ রেজোলিউশন গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ব্যাংকটির মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন করা হবে।
ঢাকা/টিএ