নারায়ণগঞ্জে ট্রাকের চাকা বিস্ফোরণে আহত দুই

- আপডেট: ০৭:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১০৪৩৮ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে এক দম্পতি আহত হয়েছেন। আহতরা হলেন- মো. জসিম উদ্দিন (৩৫) ও তার স্ত্রী মোছা. জুবাইদা আক্তার (২৩)। রোববার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী সুজন জানান, দুপুর ১২টার দিকে ওই দম্পতি সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি ট্রাক তাদের সামনে এসে দাঁড়ায়। এরপর হঠাৎ বিকটশব্দে ট্রাকের চাকা বিস্ফোরিত হয়। এতে তারা দুজনই আহত হন। পরে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, জসীম উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক। তবে জুবাইদা শংকামুক্ত।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা পর চলে গেলো মেয়েও
তিনি আরও জানান, আহত দম্পতির বাসা চিটাগাং রোড এলাকার মাছের আড়তের পাশে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/টিএ