নারী ও শিশু সহায়তায় বাজেটে ১২৫ কোটি টাকা বরাদ্দ

- আপডেট: ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ১০২৮০ বার দেখা হয়েছে
নারীর ক্ষমতায়ন ও শিশুকল্যাণে জোর দিয়ে নতুন অর্থবছরের বাজেটে ১২৫ কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট ঘোষণায় এ কথা জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজেট বক্তৃতায় তিনি বলেন, নারীর সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যেখানে নারীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
নারীর দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২০ হাজার নির্বাচিত নারীকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে ১২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল বরাদ্দ করার ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ই-বাইকে ভ্যাট ছাড় বাড়ল ২০৩০ পর্যন্ত
বাজেট বক্তৃতায় ড. সালেহউদ্দিন বলেন, অনেক নারী কর্মজীবী হিসেবে কাজ করছেন, আবার অনেকেই গৃহিণী হিসেবে তাদের শ্রম ও সময় উৎসর্গ করছেন। তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা যথাযথভাবে মূল্যায়িত হয় না। সরকার ও জনসাধারণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি জানান, ভবিষ্যতে গৃহিণীদের এই অবদান আর্থিক মানদণ্ডে মূল্যায়ন করে জিডিপিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এসএইচ