নাশকতার মামলায় মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর

- আপডেট: ০৬:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১০৪৪৯ বার দেখা হয়েছে
নাশকতার মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহম্মেদ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। অপরদিকে মামুনুল হকের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে, ২০১৫ সালের ১৪ জানুয়ারি মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজীব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: এমকে ফুটওয়্যারের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ
মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মার্চ মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আদালত ২০১৭ সালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
ঢাকা/এসএম