১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

নিরাপত্তাকর্মীকে বেঁধে দোকান থেকে ২২০ বস্তা চাল লুট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / ১০৩৫৯ বার দেখা হয়েছে

গাজীপুর মহানগরের সদর থানার বাঙ্গালগাছ বাজারে দোকানের তালা কেটে ২২০ বস্তা চাল নিয়ে গেছে ডাকাতরা। বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর-পূবাইল সড়কের ওই বাজারের নিরাপত্তাকর্মীকে বেঁধে দোকানে লুটপাট চালায় তারা। খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাজারের নিরাপত্তাকর্মী মানোহর মিয়া জানান, রাত আড়াইটার দিকে বাজারের পশ্চিম পাশে দোকানে বসে পাহারা দিচ্ছিলেন। দক্ষিণ পাশ দিয়ে দুই পিকআপে ৮-১০ জন লোক বাজারে প্রবেশ করে। এগিয়ে গেলে পিকআপ থেকে নেমে তাকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে এক দোকানের পাশে ফেলে রাখে তারা। এ সময় এক ডাকাত তাকে পাহারা দিচ্ছিল, বাকিরা দোকানের তালা কেটে চাল লুট করে নিয়ে যায়।

দোকানের মালিক মজিবুর রহমান বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টায় বেচাকেনা শেষে দোকানে তালা দিয়ে বাসায় যাই। দোকানে ৫০ এবং ২৫ কেজির ২২০ বস্তা চাল ছিল। রাতে লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাজারে এসে দোকানের তালা ভাঙা দেখতে পাই। আমার পাঁচ লাখ টাকার চাল নিয়ে গেছে ডাকাতরা।’

আরও পড়ুন: জমির কর না দেওয়ায় বিপাকে ঐশ্বরিয়া

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে খবর পেয়ে উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, সহকারী উপ-কমিশনার রেজোয়ান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা/এসএম

শেয়ার করুন

নিরাপত্তাকর্মীকে বেঁধে দোকান থেকে ২২০ বস্তা চাল লুট

আপডেট: ০৬:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩

গাজীপুর মহানগরের সদর থানার বাঙ্গালগাছ বাজারে দোকানের তালা কেটে ২২০ বস্তা চাল নিয়ে গেছে ডাকাতরা। বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর-পূবাইল সড়কের ওই বাজারের নিরাপত্তাকর্মীকে বেঁধে দোকানে লুটপাট চালায় তারা। খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাজারের নিরাপত্তাকর্মী মানোহর মিয়া জানান, রাত আড়াইটার দিকে বাজারের পশ্চিম পাশে দোকানে বসে পাহারা দিচ্ছিলেন। দক্ষিণ পাশ দিয়ে দুই পিকআপে ৮-১০ জন লোক বাজারে প্রবেশ করে। এগিয়ে গেলে পিকআপ থেকে নেমে তাকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে এক দোকানের পাশে ফেলে রাখে তারা। এ সময় এক ডাকাত তাকে পাহারা দিচ্ছিল, বাকিরা দোকানের তালা কেটে চাল লুট করে নিয়ে যায়।

দোকানের মালিক মজিবুর রহমান বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টায় বেচাকেনা শেষে দোকানে তালা দিয়ে বাসায় যাই। দোকানে ৫০ এবং ২৫ কেজির ২২০ বস্তা চাল ছিল। রাতে লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাজারে এসে দোকানের তালা ভাঙা দেখতে পাই। আমার পাঁচ লাখ টাকার চাল নিয়ে গেছে ডাকাতরা।’

আরও পড়ুন: জমির কর না দেওয়ায় বিপাকে ঐশ্বরিয়া

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে খবর পেয়ে উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, সহকারী উপ-কমিশনার রেজোয়ান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা/এসএম