০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

নেইমারের কান্নায় কষ্ট পেয়েছেন পড়শী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • / ৪১৫৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর রোববার (১১ জুলাই) কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরেন লিওনেল মেসিরা। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে গোটা আর্জেন্টিনা শিবির। অন্যদিকে স্বপ্ন ভাঙার বেদনার কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল তারকা নেইমার।

নেইমারের সেই কান্না ছুঁয়ে গেছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীকে। সোমবার (১২ জুলাই) দুপুরে ঢাকা পোস্টকে এই তারকা বলেন, ‘যে কোনো খেলারই দুটি চিত্র থাকে। একটি জয়, অন্যটি পরাজয়। এই ম্যাচে আর্জেন্টিনা জিতে যেমন বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছে, তেমনি দেশের মাটিতে স্বপ্নভঙ্গ হওয়ায় হতাশায় ডুবেছে ব্রাজিল। এ সময় মাঠে নেইমারের কান্না দেখে আমার খুব কষ্ট লেগেছে। খুব খারাপ লেগেছে নেইমারের জন্য।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই ম্যাচের ঠিক আগ মুহূর্তে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরিহিত দুটি ছবি পোস্ট করেন পড়শী। তবে ক্যাপশনে ব্রাজিলের পাশাপাশি শুভ কামনা জানান আর্জেন্টিনাকেও। পড়শীর পোস্ট এবং ব্রাজিলের জার্সি পরা ছবিতে স্পষ্টই বোঝা যায় তিনি ব্রাজিলের সমর্থক।

তবে গায়িকা মুখে তা সরাসরি স্বীকার করতে নারাজ। বলেন, ‘সত্যি কথা বলতে আমি ফুটবল, ক্রিকেট কোনো খেলাই বুঝি না। সে কারণে কাউকে আলাদাভাবে সমর্থনও করি না। বরং যে দল জেতে তাদের অভিনন্দন এবং যারা হেরে যায় তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই। গত বিশ্বকাপের সময় একটি পত্রিকায় মডেল হতেই ব্রাজিলের জার্সি পরে ছবিগুলো তুলেছিলাম। আমার বড় ভাই স্বাক্ষর এহসান ব্রাজিলের সমর্থক। সে-ই পেজ থেকে ছবিগুলো পোস্ট করেছিল।’

পড়শী আরও জানান, বর্তমানে একাধিক নতুন গান-ভিডিও নিয়ে কাজ করছেন তিনি। ঈদের পরই শ্রোতারা তা শুনতে পাবেন।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

নেইমারের কান্নায় কষ্ট পেয়েছেন পড়শী

আপডেট: ০৭:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর রোববার (১১ জুলাই) কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরেন লিওনেল মেসিরা। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে গোটা আর্জেন্টিনা শিবির। অন্যদিকে স্বপ্ন ভাঙার বেদনার কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল তারকা নেইমার।

নেইমারের সেই কান্না ছুঁয়ে গেছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীকে। সোমবার (১২ জুলাই) দুপুরে ঢাকা পোস্টকে এই তারকা বলেন, ‘যে কোনো খেলারই দুটি চিত্র থাকে। একটি জয়, অন্যটি পরাজয়। এই ম্যাচে আর্জেন্টিনা জিতে যেমন বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছে, তেমনি দেশের মাটিতে স্বপ্নভঙ্গ হওয়ায় হতাশায় ডুবেছে ব্রাজিল। এ সময় মাঠে নেইমারের কান্না দেখে আমার খুব কষ্ট লেগেছে। খুব খারাপ লেগেছে নেইমারের জন্য।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই ম্যাচের ঠিক আগ মুহূর্তে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরিহিত দুটি ছবি পোস্ট করেন পড়শী। তবে ক্যাপশনে ব্রাজিলের পাশাপাশি শুভ কামনা জানান আর্জেন্টিনাকেও। পড়শীর পোস্ট এবং ব্রাজিলের জার্সি পরা ছবিতে স্পষ্টই বোঝা যায় তিনি ব্রাজিলের সমর্থক।

তবে গায়িকা মুখে তা সরাসরি স্বীকার করতে নারাজ। বলেন, ‘সত্যি কথা বলতে আমি ফুটবল, ক্রিকেট কোনো খেলাই বুঝি না। সে কারণে কাউকে আলাদাভাবে সমর্থনও করি না। বরং যে দল জেতে তাদের অভিনন্দন এবং যারা হেরে যায় তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই। গত বিশ্বকাপের সময় একটি পত্রিকায় মডেল হতেই ব্রাজিলের জার্সি পরে ছবিগুলো তুলেছিলাম। আমার বড় ভাই স্বাক্ষর এহসান ব্রাজিলের সমর্থক। সে-ই পেজ থেকে ছবিগুলো পোস্ট করেছিল।’

পড়শী আরও জানান, বর্তমানে একাধিক নতুন গান-ভিডিও নিয়ে কাজ করছেন তিনি। ঈদের পরই শ্রোতারা তা শুনতে পাবেন।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: