নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে পরিকল্পনা চেয়েছে বিএসইসি

- আপডেট: ০৬:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ১০৫৪৭ বার দেখা হয়েছে
বিনিয়োগকারীদের দেওয়া মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতি (নেগেটিভ ইক্যুইটি) দেশের পুঁজিবাজারের অন্যতম বড় সমস্যা। এই সমস্যা সমন্বয়ে প্রত্যেকটি ব্রোকারেজ হাউজগুলোর কাছে পৃথক পরিকল্পনা চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর সঙ্গে বিএসইসির বৈঠকে এ আহ্বান জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আরও পড়ুন: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বপ্ন ও বাস্তবতায় বিস্তর ফারাক!
বিএসইসির চেয়ারম্যান বলেন, আপনারা যে প্রস্তাব দিয়েছেন সবার সমস্যা এক না। কার কি ধরণের সমস্যা বা কিভাবে এটাকে আপনারা সমন্বয় করতে পারেন সেটা আলাদা আলাদা করে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে প্রস্তাব দিলে আমরা সেটা বিবেচনা করব।
ঢাকা/এসএইচ