পতনের বাজারে অপরিবর্তিত ৭২ শতাংশ কোম্পানির শেয়ার দর

- আপডেট: ০২:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ১০৫১৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পতনের বাজারে এদিন ডিএসইতে অপরিবর্তিত ছিল ২৪৬টির বা ৭২ শতাংশ কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে সূচকের সাথে টাকার অংকে লেনদেনের পরিমানও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার ডিএসইতে ৪৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ১৮৬ কোটি ২০ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ পয়েন্টে।
আরও পড়ুন: স্টেরেজ ক্যাপাসিটি বাড়াবে ইনডেক্স অ্যাগ্রো
আজ ডিএসইতে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ