০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

পতনের বাজারে প্রকৌশল ও ঔষধ খাতের আধিপত্য

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৫৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনেও প্রকৌশল খাত এবং ঔষধ ও রসায়ন খাতের আধিপত্য। আজ ডিএসইর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ ডিসেম্বর) টাকার অংকে লেনদেন প্রায় ৮৮ কোটি টাকা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে বেড়েছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার ডিএসইতে ৫৩৭ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৮৭ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৫০ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, রোববার ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান প্রকৌশল খাতের। ডিএসইর মোট লেনদেনের ১৯.৭০ শতাংশ বা ৯৮ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

প্রকৌশল খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২২ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ প্রকৌশল খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৪২টি কোম্পানির মধ্যে ১২টির দর বেড়েছে, ৭টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।

দ্বিতীয় স্থানে রয়েছে ঔষধ ও রসায়ন খাত। ডিএসইর মোট লেনদেনের ১৯.৬৩ শতাংশ বা ৯৮ কোটি ৬১ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

ঔষধ ও রসায়ন খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ঔষধ ও রসায়ন খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৩৩টি কোম্পানির মধ্যে ৯টির দর বেড়েছে, ৩টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।

আরও পড়ুন: টেকসই পুঁজিবাজার বিনির্মাণে নিরন্তরকাজ করে যাচ্ছে ডিএসই: এটিএম তারিকুজ্জামান

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪৬ পয়েন্টে। সিএসইতে ২২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ১১৮টির।

দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

পতনের বাজারে প্রকৌশল ও ঔষধ খাতের আধিপত্য

আপডেট: ০৩:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনেও প্রকৌশল খাত এবং ঔষধ ও রসায়ন খাতের আধিপত্য। আজ ডিএসইর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ ডিসেম্বর) টাকার অংকে লেনদেন প্রায় ৮৮ কোটি টাকা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে বেড়েছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার ডিএসইতে ৫৩৭ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৮৭ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৫০ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, রোববার ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান প্রকৌশল খাতের। ডিএসইর মোট লেনদেনের ১৯.৭০ শতাংশ বা ৯৮ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

প্রকৌশল খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২২ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ প্রকৌশল খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৪২টি কোম্পানির মধ্যে ১২টির দর বেড়েছে, ৭টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।

দ্বিতীয় স্থানে রয়েছে ঔষধ ও রসায়ন খাত। ডিএসইর মোট লেনদেনের ১৯.৬৩ শতাংশ বা ৯৮ কোটি ৬১ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

ঔষধ ও রসায়ন খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ঔষধ ও রসায়ন খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৩৩টি কোম্পানির মধ্যে ৯টির দর বেড়েছে, ৩টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।

আরও পড়ুন: টেকসই পুঁজিবাজার বিনির্মাণে নিরন্তরকাজ করে যাচ্ছে ডিএসই: এটিএম তারিকুজ্জামান

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪৬ পয়েন্টে। সিএসইতে ২২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ১১৮টির।

দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।

ঢাকা/টিএ