পদত্যাগ করলেন বিএসইসি’র চেয়ারম্যান

- আপডেট: ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১০৪১০ বার দেখা হয়েছে
অবশেষে পদত্যাগ করলেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। শনিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তবে পদত্যাগ না করলেও অন্তবর্তী সরকার বিএসইসি-কে পুরোপুরি ঢেলে সাজাবে। যে কারণে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের চুক্তি বাতিল করার উদ্যোগ নেবে-এমন বার্তাই ইতোমধ্যেই দেওয়া হয়েছে।
এমন বার্তা পেয়েই অধ্যাপক শিবলী রুবাইয়াত দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার আড়াই মাসের মাথায় বাধ্য হয়ে পদত্যাগ করলেন। যার ফলে ভেঙে যাচ্ছে বিএসইসির কমিশন।
শেয়ারবাজারের অংশীজনদের বিরোধীতা সত্যেও চলতি বছরের ২৮ মে তাকে ৪ বছরের জন্য পুনঃনিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০২০ সালের ১৭ মে তাকে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান নিয়োগ করা হয়।
আরও পড়ুন: ড. ইউনূসকে ডিএসইর অভিনন্দন
প্রথম মেয়াদের নিয়োগে নানাভাবে বির্তকিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এই অধ্যাপক। আলোচ্য সময়ে বিভিন্ন অপরাধ করার ক্ষেত্রে অত্যন্ত বেপরোয়া ছিলেন তিনি। শেয়ারবাজারে কারসাজিসহ থেকে বিভিন্ন ধরণের সুবিধা নিয়ে দেশে ও দেশের বাইরে গড়েন সম্পদের পাহাড়।
শেয়ারবাজারে অপরাধের জন্য কারসাজির চক্রকে সঙ্গে নিয়ে বিশাল অসাধু সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেটে কমিশনের ভেতরের কর্মকর্তা, স্টক এক্সচেঞ্জের পর্ষদের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গ্যাম্বলার, ব্যবসায়ী, প্রভাবশালী আমলা, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থমন্ত্রণালয় ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং গণমাধ্যমের লোকজনও রয়েছেন।
ঢাকা/এসএইচ