পদ্মা অয়েল অবণ্টিত ডিভিডেন্ড সিএমএসএফে হস্তান্তর করেনি

- আপডেট: ০৬:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১০৪২১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) অবণ্টিত ডিভিডেন্ড হস্তান্তর করেনি। কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নিরীক্ষক জানিয়েছে, পদ্মা অয়েলে ২০১৭-১৮ হিসাব বছরের ১ কোটি ৬১ লাখ টাকার অবণ্টিত লভ্যাংশ রয়েছে। গত ৩ বছরের বেশি সময় ধরে অপ্রদানকৃত অবস্থায় থাকার পরেও বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করেনি কোম্পানিটির কর্তৃপক্ষ।
তবে পদ্ম অয়েল কর্তৃপক্ষ ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আগের ১২ কোটি ৫০ লাখ টাকার অবণ্টিত লভ্যাংশ সিএমএসএফে হস্তান্তর করেছিল বলে জানিয়েছেন নিরীক্ষক।
আরও পড়ুন: নাম পরিবর্তন করবে দুই ব্যাংক
প্রসঙ্গত, পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল তালিকাভুক্ত হয় ১৯৭৬ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৮ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতীত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৭.৫৯ শতাংশ।
ঢাকা/এসএ