পরিবেশ দূষণের দায়ে ৬ যানবাহন ও ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

- আপডেট: ০৮:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১০৪১৭ বার দেখা হয়েছে
পরিবেশ দূষণের দায়ে রাজধানীতে ছয়টি যানবাহনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ মার্চ) রাজধানীর ইডেন কলেজ ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জবিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও ঢাকার জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পরিবেশ অধিদফতর জানায়, ইডেন কলেজ এলাকায় মাত্রাতিরিক্ত হর্ন বাজিয়ে শব্দদূষণের দায়ে ছয়টি যানবাহনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মিরপুর এলাকায় নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: পলাতক জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবেশ অধিদফতর আরও জানিয়েছে, তাদের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/এসএ