পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্তে নুরানী ডাইংয়ের শেয়ার দরে আবারো চমক!

- আপডেট: ১২:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: উৎপাদন ও ব্যবসা বন্ধ থাকা নুরানী ডাইং অ্যান্ড সোয়েটারের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এমন সংবাদের পর বৃহস্পতিবার দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ার দর।
তবে, বাজার সংশ্লিষ্টরা বলছেন, যে কোম্পানির ব্যবসা তিন-চার বছর যাবত বন্ধ এমন কোম্পানি শেয়ারে বিনিয়োগে সর্তক থাকা জরুরি।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.০৯ শতাংশ। এসময় কোম্পানিটির প্রারম্ভিক বাজার দর ১০.৩০ টাকা থাকলেও সর্বোচ্চ ১০.৮০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।
এর আগের কার্যদিবসে অর্থাৎ বুধবার কোম্পানিটির কারখানা ও প্রধান অফিস বন্ধ থাকার সংবাদে কোম্পানিটির শেয়ার দর পতনের শীর্ষে উঠে আসে। এদিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯.৯০ টাকায়। অর্থাৎ বুধবার কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৬.৬০ শতাংশ কমেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে বুধবার (১১ আগস্ট) বিএসইসির ৭৮৬তম কমিশন সভায় নুরানী ডাইং অ্যান্ড সোয়েটারের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি জানান, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটারের কারখানা ও করপোরেট অফিস পরিদর্শন করা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিবেদন অনুযায়ী- কোম্পানিটির উৎপাদন ও অন্যান্য কার্যক্রম দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে বলে প্রতীয়মান হয়।
কিন্তু কোম্পানির আর্থিক প্রতিবেদন ও স্টক এক্সচেঞ্জে দাখিল করা অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানির কার্যক্রম চলমান রয়েছে। এমন অবস্থায় বিএসইসি বিগত বছরগুলোর আর্থিক প্রতিবেদনের সঙ্গে বাস্তব কার্যক্রমের সামঞ্জস্য পর্যালোচনা-পূর্বক সংশ্লিষ্ট বছরের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে- বলে জানান রেজাউল করিম।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে
- শেয়ার বিক্রির ঘোষণা এক্সিম ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের
- সূচকের বড় উত্থানে চলছে ডিএসই’র লেনদেন
- আজ বিকেলে ছয় কোম্পানির বোর্ড সভা
- এবার খুলল পর্যটনকেন্দ্র, আসন সংখ্যার অর্ধেক ব্যবহারের অনুমতি
- জিএমপি সনদ পেল বিকন ফার্মা
- সাত জেলাতেই করোনায় অর্ধশতাধিক মৃত্যু
- বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিএসই’র দোয়া মাহফিল
- ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে সাউথইস্ট ব্যাংক
- বোনাস বিওতে পাঠিয়েছে দুই কোম্পানি
- কোন রাশিতে আজ সুখবর?
- ইতিহাসের পাতায় ১২ আগস্ট
- ইন্দো-বাংলা ইস্যুতে স্বাস্থ্য সচিবকে আদালত অবমাননার রুল